বাস্তবে প্রিয়জন বলে কিছু হয় না , প্রয়োজনই মানুষকে একে অপরের প্রিয়জন বানায়।
-
অন্ধবাসায় বন্দী যখন মিথ্যে প্রেমের ঘর,
ভালোবাসায় পূর্ণ হোক সকল অভিযোগ।
চোখের পলকে সাজানো খেলাঘর,
নিমেষে অতীত হয় আমাদের অনুযোগ।।
ভালোবাসায় উপলব্ধি নিরবে প্রয়োজন,
রইল কিছু অপ্রাসঙ্গিক সময়ের প্রিয়জন।।
-
😈প্রয়োজনে প্রিয়জন😈
শত ভালোবাসায়ও, যাদের যায়না করা আপন,
সত্যিই কি তারা আমাদের প্রিয়জন??
এমন ধারার প্রিয়জনের, কিইবা বলো প্রয়োজন!
মুখে মিষ্টি, তাদের অন্তরে বিষের বাস;
মিথ্যে কথা সাজিয়ে বলে,করে তোমার সর্বনাশ!
তোমার সুখে, যাদের সর্বাঙ্গ যায় জ্বলে,
তোমার দুঃখে, তাদের হৃদয় আনন্দে দোলে।
মন থেকে বলছি আজ....
অনেক হয়েছে মিথ্যের রাজ....
তোমরা, যত আছো আমার মুখোশধারী প্রিয়জন!
বিদেয় হও,এই সবিনয় নিবেদন..,
আমার,এই সুন্দর জীবন খানি তে, আবর্জনা স্তূপের নেইকো কোনো প্রয়োজন।।🙏
-
হ্যাঁ আমি প্রিয়জন হতে পেরেছি সবার প্রয়োজনে
কিন্তু দেখেছি তাদের আসল রূপ স্বার্থ ফুরালে।-
প্রয়োজনে-প্রিয়জন নাকি বন্ধু...?
প্রয়োজনে ব্যতীত কেউ........?
মানে, একলা চলো রে.......?
কিছু কিছু সস্পর্ক এমন হয়,..........
সেখানে চেনার দরকার হয় না...........
দেখার ও দরকার হয় না, কোন স্বার্থ খোঁজে না, সেটাই বন্ধুত্ব।।
-
নতুন করে কারো প্রিয়জন হতে পারিনি
তার দোষটাও আমার বদভ্যাস গুলোর
অথবা আমিই খারাপ তাই...!!!
তবে কিছু মানুষের প্রয়োজন হতে পেরেছি
তাতেই আমি সুখী..!!!-
প্রয়োজন ছিল বলতে পারতে,
হাসিমুখে সাহায্য করতাম।
প্রিয়জন সেজে প্রয়োজন মিটিয়ে,
ধোঁকা নাই দিতে পারতে।-
কাছের মানুষটি ততদিনই কাছের রবে যতদিন তুমি "প্রয়োজন" হবে.......
আর যেদিন "প্রিয়জন" হবে সেদিন সেই কাছের মানুষটাই দূরে সড়ে যাবে....
কারণ "প্রয়োজন" মানেই উপকার গ্ৰহণ
আর "প্রিয়জন" মানেই বিনামূল্যে অতিথি আপ্যায়ন....
-
'প্রয়োজনে প্রিয়জন' আর
'প্রিয়জনে প্রয়োজন'
দুটি শব্দের স্থানান্তরে পুরো অর্থ টাই
পরিবর্তিত হয়ে যায় 🙂-