দোষ ছিল তোমার নেশা গ্রস্থ জীবন তোমার ভালোবাসা বুঝবে কেমন করে,
ছলনা ছিলনা আমার ভালোবাসাতে, বেদনায় মন কেন করছো ভারি ।
বুঝতে পারনি ভুলটা তো নয় আমার, নেশা শিখিয়েছ এতো তোমার পেশা,,
কাঁদিওনা প্রিয় জীবন অনেক বাকি, আসবো ফিরে ছেড়ে দাও মাদকের নেশা ।।
Panchanan Maiti,,,🌺🌺🙏🙏-
নেশাখোর দেখলে ঘৃণা হত আগে,
এখন দেখলে, (কষ্ট হয়)
হেসে মনে মনে বলি কালকে তো
বসে ছিলাম তোরই পাশে...!!!-
জীবনের মাঝ পথে ছেড়ে চলে গেলে,
আমাকে কাঁদিয়ে তুমি কিসুখ পেলে?
আজও দাঁড়িয়ে আমি সেই পথের সীমানায়,
নিজেকে করেছি শেষ মাদকের নেশায়।।-
নেশার ঘোরে পাগল আমি,
বুকে জ্বলছে আগ্নেয়গিরি ।
তোমার স্মৃতির উত্তীরণের,
তবু পাইনি আজও সিঁড়ি ।-
অ্যালকোহল ও তো গলা জ্বালায় চোখের জল কি সে নেশায় ভোলায়, নিকোটিন ও তো পোড়াচ্ছে বুক এই কি নেশাখোরের সুখ ?
(হুশ না থাকলেও কি ভোলা যায় সব জ্বালা?,প্রশ্ন রইল পোরে এই নেশার ঘোরে, দিও উত্তর নেশাখোর হলে)-
বলেই ফেলো ওসবের ধার ধারি না আর
গরম ভাতে জল ঢেলে, পান্তার স্বাদে আঙুল চাটে
শুকনো লঙ্কা পোঁড়া, পেঁয়াজের কয়েকটি খোলা জামা
আর সরিষার তেল গড়িয়ে ফেলে দেয় সুয্যি।
আকাশ ছোঁয়া মূল্য, সুয্যির তেজে টগবগিয়ে ফোটে
দু - একফোঁটা পেলেই কেমন দিন চলে যায়।
ছেঁড়া কাপড়ে শ'খানেকের গল্প
হাজারে কেমন আদিখ্যেতা লাগে
নোট গুঁজে নষ্ট শাড়ির কোটর
ওদের গরম ভাতেও পান্তার নেশা জাগে।
-
|| ঝাঁজরা বুকের পাঁজরা নিয়ে শুঁকেচিনা কত যে বিষ, রক্ত ওঠা মুখের দিকে তুলেছি
যে কত না নেশার জিনিস ||-
|| নিজেকে পোড়াবো সিগারেটের নেশায়,
থাকবো না আর তোমায় আশায় ||
✍️সুখেন্দু-
আমি না হয় নেশাখোর, স্বভাব চরিত্র খারাপ,
আমার খোঁজ নাই বা রাখলে!
পাশ কাটিয়ে যাবার সময়,
কেন তবে নিজের মুখটা ঢাকলে?-