কমলালেবু রোদ কিনেছি আমি
এই শিশির ভেজা ভোরে
কুয়াশা মাখা সারা রাত গেঁথেছি
এক এক দিনের রোদ মালার মতন করে ।-
If you read more
Tumne girte huye ka hath thama aise...
Yeh dor janmo pehele kisene bandhe ho jaise....-
Aj phir ek diwali ayi....
Shaam jaise sabera tha mukurate huye...
Aj koi na phir se paigam aya
Do pyaar karne walo ki
Jo barso se bichde huye....
-
ফেলে আসা স্মৃতি আর কাঁদায় না মোরে ,
আমি তারে মুক্ত করেছি, যারে রেখেছিলেম বাহুডোরে।
যতন করে, মন পিঞ্জরে বুনেছিলেম এক স্বপ্ন,
আমি দেখেছিলেম এক নরম, শীতল ভোর যখন ছিলেম তাতেই মগ্ন।
এক পড়ন্ত বিকেল শেষে , আমারে সে এক নিমেষে
বলেছিল- "আমাদের এ পথ হবে আজ থেকে আলাদা "।
আমি মিথ্যে কথার ছলে,
মনকে শুধু কঠিন কথা বলে
বুঝিয়ে ছিলেম ধুর এ প্রেম আমার
প্রার্থনা নয় শুধু,
এ প্রেম যে আমার লেখা হাজারো কবিতা ।-
নিরন্তর ফিকে হতে থাকে সবকিছু
আমি অহরহ পৌঁছে যাচ্ছি সূর্যের দেশে,
এ দাবদাহে আমার পুড়ছে না শরীর
পুড়ছে মূর্খামি যত রৌদ্রের বেশে।
-
কিছু ভালোলাগা মাঝপথে.....
ছেড়ে আসতে হয়, হিসেবের খাতাতে
কিছু মায়া ভাগশেষ হয়ে রয়ে যায়
কত ডাক নাম চির ঋণী হয়ে
বিধছে ক্ষত, প্রতি রাতে
তারা আর স্থান পায়নি নতুন পাতায়।-
ইছেরা ডানা মেলে, কোথা হতে উড়ে এলে
আমি নিজ দেহে ফিরে পাই প্রাণ ।
তুমি প্রবালের বুকে ক্ষত এঁকে ,
তাতে শীতল প্রদাহ রেখে
অস্থিরতার সুতোয় মারো টান।-
গ্রীষ্মের দাবদাহ এড়িয়ে
প্রতিটি প্রেম ভুলে যাক শোক
অবেলার কালবৈশাখী তে
তাদের আবার ভালোবাসা হোক ।-
Har manzar mein tera chhap rakhke chode hain,
Tumse dur hu yeh baat bagawat na kehelaye
Isiliye tere naam ke diye har sanjh ko
Tere aane ke intezar mein jalaye rakhte
Hain.....-
When I fall asleep in the afternoon and wake up in a panic, the phone has locked itself from unlocking.
-