Manas Pal   (মানস)
227 Followers · 62 Following

read more
Joined 22 November 2018


read more
Joined 22 November 2018
17 MAY 2020 AT 21:04

এই স্বার্থপরের দুনিয়ায় তুমি খুঁজছো ‘সত্যিকারের ভালোবাসা';
অন্তর থেকে মনটা দেখো, বাইরে সবাই মুখোশধারী সর্বনাশা।

-


5 SEP 2019 AT 17:13

পড়া যখন করবি না স্কুলে কী তাহলে আড্ডা মারতে এসেছিস??

-


30 SEP 2021 AT 16:48

ভালোই আছি, পড়ে না আর মনে, তুমিও বুঝি খুবই সুখী!
পাঁচটা বছর পর, সময়ের স্রোতে, তুমি-আমি সেই মুখোমুখি।

-


25 FEB 2021 AT 23:09

জোর করে নয়, নিজের অধিকারেই এই মন তোমায় পেতে চাই,

যতবারই গিয়েছি তোমার কাছে, তুমি ফিরিয়ে দিয়েছো আমায়।।

-


25 FEB 2021 AT 6:54

যদি দুটি সম্পর্ক, দূরত্বের কারণে ঘটে পিছুপার ভয়,

তবে মনে রেখো হে প্রিয়, এই প্রেম তোমার জন্য নয়।।

-


23 FEB 2021 AT 22:40

যদি তাকে না লাগে ভালো, তবে সোজা কথায় বলে দিও,

সেও তো আদুরে কারোর কাছে, না হয় তোমার কাছেই অপ্রিয়।

-


22 FEB 2021 AT 23:58

ডিগ্রির বোঝা বইতে বইতে, আজ বেকারত্বের গলায় ফাঁসি,

নানান কটূক্তি, সমালোচনার মধ‍্যেও মুখে থাকে একটু 'হাসি'।

-


22 FEB 2021 AT 18:42

।।প্রেমিকা করবে আমায়।।

প্রেমিকা করবে আমায়?
এক কলঙ্কহীন অগোছালো প্রেমিকা।
আমারও খুব ইচ্ছে হয় প্রেম করতে, আমারও ইচ্ছে হয় জড়িয়ে ধরে কেউ একবার বলুক 'ভালোবাসি তোমায়',
জোর করবো না, শুধু আবদার রাখবো 'বৃষ্টি ভেজা বিকেলে আমার সাথে দুই এক পা চলার জন্য', কিংবা বসন্তের পাতা ঝরা রাস্তায়...।
বলো! গ্রহণ করবে আমায় প্রেমিকা হিসেবে?
আমি তোমার জন্য কবিতা লিখতে ও রাজি, রাতের পর রাত জেগে কবিতা লিখবো, ছন্দ মেলাবো প্রতিটা লাইনে, যার একটা অধ্যায় হয়ে থাকবে "শুধু তুমি"।
তবুও কি অস্বীকার করবে আমায় প্রেমিকা হিসেবে মেনে নিতে?
ফিরিয়ে দেবে আমায়?
অন্তত একটিবার সুযোগ দাও,
আমি আর পাঁচটা মেয়ের থেকে আলাদা হয়েই থাকবো, একটু অগোছালো হয়ে।
একটা মেয়ে যদি তোমার "ভালো রাখার" দায়িত্ব নিতে পারে,
তুমি একজন প্রেমিক হিসেবে আমায় আগলে রাখার দায়িত্ব নিতে পারবে না?
যদি না পারো,
'তবে তুমি কিসের প্রেমিক?'
'প্রেমিক নামক শব্দটাই তোমার কাছে বেমানান'

-


20 FEB 2021 AT 22:06

তোমার শহরে রঙের ছোঁয়া, আকাশ জুড়ে করেছে বিরাজ বসন্ত,

আমার শহর একাকীত্বের সহবাস, ঠিকানাহীন নদীর মতো শান্ত।

-


19 FEB 2021 AT 12:44

কিছুটা অভিমান, কিছুটা জেদ, সম্পর্ক ভঙ্গুরতার মূল কারণ;

স্মৃতি আগলেই বাঁচবে তারা, তবুও একে-অপরকে ছোঁয়া বারন‌।

-


Fetching Manas Pal Quotes