-
উন্নতির শিখরে পৌঁছতে
বা নতুন জীবনের শুরুতে
দ্রুত পায়ে এগিয়ে যাওয়া
নাও তো হতে পারে
সর্বদা ঠিক ;
ধৈর্য্যের সাথে ধীরে পা ফেলা ,
বিচার সহিত সফলতার
চাবি হাতে পাওয়া
পরিনতি প্রাপ্তির
প্রাথমিক দিক ।। 😊🙏🏻
-
হৃদয়পুরে ভাঙন ধরেছে
ধৈর্যের বাঁধ ভেঙে গেছে
দু-নয়ন বেয়ে
প্লাবন ধারা বইছে... অনবরত
তবু আশা রাখি নিরবে...
ভাঙনে ভাঙনে যদি সেরে যায় অন্তর
থাকবে সব অব্যাহত..!!-
অসময় আসে জীবনে,
শিখিয়ে যায় রোজ!
ধৈর্যহারা মানুষ জীবনে,
ব্যর্থ হয় রোজ!-
BLESSED ARE PURE IN HEART
তাই নিষ্পাপ হৃদয়কে ভগৱান বেচে নে
ধেৰ্য্য পৰীক্ষাৰ জন্যে ..ইতিহাস সাক্ষী তাৰ
ঈশ্বৰ চায় ..ঈশ্বৰে যে পৃথিৱী সৃষ্টি কৰেছিল
সেই পৃথিৱী যেন আবাৰ ফিৰে আসবে
তাই এত দীৰ্ঘম্যাদী পৰিকল্পনা সত্য যুগ থেকে-
ধৈর্য্য ধরতে শেখো বন্ধু ,
সেকেন্ডের কাটাও
এক সেকেন্ডের জন্য অপেক্ষা করে ।
আর , তুমি .... মরতে যাও !!!-
প্রাচুর্য'র ঠাসাঠাসি বাস তোমার সুখের ঘরে,
অথচ ,সামান্য নাগরিক সুখ'এর অপ্রাপ্তিতে-
তুমি অধিকারের ধ্বজা হাতে রাজপথে !
সত্যিই কি তুমি- প্রতিবাদী?
বিড়াম্বনা, প্রতিনিয়ত আমার ললাট জুড়ে-
প্রশ্নচিহ্ন আঁকে ।
ঝড়ে উড়ে যায় অপক্ত চাল,
শেষ সম্বল ভেসে যায় স্রোতে,
তবুও, আমি টিকে থাকি বজ্রকঠিন ধৈর্য আঁকরে ,
যেভাবে বট'এর চারা টিকে থাকে-
পোড়ো বাড়ি'র কার্নিশ জুড়ে ।।
-
মনের কথা অনেকবার বলেছি
সহ্যের সব সীমার দাগ মুছে ফেলেছি
তাই তো মুখ বুজে সবকিছু সহ্য করে চলেছি-