QUOTES ON #ধৈর্য

#ধৈর্য quotes

Trending | Latest
22 JUL 2020 AT 21:02

-


18 JUL 2020 AT 11:31

উন্নতির শিখরে পৌঁছতে
বা নতুন জীবনের শুরুতে
দ্রুত পায়ে এগিয়ে যাওয়া
নাও তো হতে পারে
সর্বদা ঠিক ;

ধৈর্য্যের সাথে ধীরে পা ফেলা ,
বিচার সহিত সফলতার
চাবি হাতে পাওয়া
পরিনতি প্রাপ্তির
প্রাথমিক দিক ।। 😊🙏🏻

-


25 MAY 2020 AT 0:47

হৃদয়পুরে ভাঙন ধরেছে
ধৈর্যের বাঁধ ভেঙে গেছে
দু-নয়ন বেয়ে
প্লাবন ধারা বইছে... অনবরত
তবু আশা রাখি নিরবে...
ভাঙনে ভাঙনে যদি সেরে যায় অন্তর
থাকবে সব অব্যাহত..!!

-


13 AUG 2019 AT 22:03

ভালোবাসার অাব্দারের খেলায় মোমের মত জ্বলছি....

-




অসময় আসে জীবনে,
শিখিয়ে যায় রোজ!
ধৈর্যহারা মানুষ জীবনে,
ব্যর্থ হয় রোজ!

-


13 AUG 2019 AT 21:34

BLESSED ARE PURE IN HEART
তাই নিষ্পাপ হৃদয়কে ভগৱান বেচে নে
ধেৰ্য্য পৰীক্ষাৰ জন্যে ..ইতিহাস সাক্ষী তাৰ
ঈশ্বৰ চায় ..ঈশ্বৰে যে পৃথিৱী সৃষ্টি কৰেছিল
সেই পৃথিৱী যেন আবাৰ ফিৰে আসবে
তাই এত দীৰ্ঘম্যাদী পৰিকল্পনা সত্য যুগ থেকে

-


15 FEB 2020 AT 17:57


#প্রতীক্ষা #
দিন থেকে রাত
রাত থেকে দিন ,
তবুও তোমার প্রতীক্ষায়,
থাকি সারাদিন,,,,,

-


21 SEP 2020 AT 19:02

ধৈর্য্য ধরতে শেখো বন্ধু ,
সেকেন্ডের কাটাও
এক সেকেন্ডের জন্য অপেক্ষা করে ।
আর , তুমি .... মরতে যাও !!!

-


25 MAY 2020 AT 18:11


প্রাচুর্য'র ঠাসাঠাসি বাস তোমার সুখের ঘরে,
অথচ ,সামান‍্য নাগরিক সুখ'এর অপ্রাপ্তিতে-
তুমি অধিকারের ধ্বজা হাতে রাজপথে !
সত‍্যিই কি তুমি- প্রতিবাদী?


বিড়াম্বনা, প্রতিনিয়ত আমার ললাট জুড়ে-
প্রশ্নচিহ্ন আঁকে‌ ।
ঝড়ে উড়ে যায় অপক্ত চাল,
শেষ সম্বল ভেসে যায় স্রোতে,
তবুও, আমি টিকে থাকি বজ্রকঠিন ধৈর্য আঁক‍রে ,
যেভাবে বট'এর চারা টিকে থাকে-
পোড়ো বাড়ি'র কার্নিশ জুড়ে ।।

-


13 AUG 2019 AT 19:59

মনের কথা অনেকবার বলেছি
সহ্যের সব সীমার দাগ মুছে ফেলেছি
তাই তো মুখ বুজে সবকিছু সহ্য করে চলেছি

-