-
একটি নিস্তব্ধ দুপুরের কাছে
প্রেম নিবেদন করি।
শিথিল চুম্বনে রাখি
একটি অল্পাবেগ পতঙ্গবিহীন পৃথিবীর
অসংযত প্রতিজ্ঞা,
যেটুকু পরিতৃপ্তি মলিন হয়ে আসে
দুহাতে ভরি
স্বল্পবিস্তৃত পেলব টলমলে সেতু,
জুড়ে দেবে যেন সাঁঝ, রাত্রি, ভোর,
একটা আস্ত সূর্য এই আশায়;
যদি জীবনে
একটি মাত্র সম্পর্ক হতে পারত নিখুঁত!
ও চিরন্তন।
― Eternal Moon
-
অবলীলায় সাক্ষী থেকে, কাটাই ক্লান্ত দুপুর,
শ্যাওলা জলে ভিজিয়ে পড়ি মাধবীলতার নুপুর।।-
রোদ্দুরে বসে ভাবি একা একা
তোর সাথে যদি নাই হত দেখা
শীতকাল ভরা মেজাজী দুপুর
চিনে বাদাম ঝালমুড়ি চানাচুর
প্রেম না তোর বন্ধুত্বটা
এই জীবনের সেরা উপহার
ঝলমলে রোদ ঠান্ডা বাতাসে
কখনও বা মেঘ ভরা আকাশে
কলেজ ফেরত আড্ডাটুকু
কবিতায় ধরা দিল আজ-
এসো রোদ্দুর শুকিয়ে দিয়ে যাও
আমার কান্না ভেজা দুপুর।
এসো রোদ্দুর একটু খানি করো আমায় আদর।-
আধঘুম দুপুরে ,
বিকেলের বেশে,
উড়ুক না সুগন্ধি রুমাল।
সবাই গল্প খোঁজে...
সচেতন বাস্তব আজ ,
প্রখর অভিনয়ে হচ্ছে বেসামাল।-
মেঘলা দুপুর ক্লান্ত হয়ে বৃষ্টি ফোঁটার বায়না ধরে,
মেঘ তখনই গর্জে উঠে, মনের সুখে পড়লো ঝরে!-
রোদেলা স্মৃতির আতর,
মিছে ডাকনাম দুপুর ,
অভিমানী চিরকুটে
নীল অনন্তপুর !
পাহাড়ি নদীর মত,
খরস্রোতার রঙে,
কর্মবন্দী জীবন ,
অনায়াসেই পাড় ভাঙে !
পাড় ভেঙে যায় রোজ ,
স্বপ্নের মৃতদেহ,
রক্তাভ লাল আকাশ মাখে
শেষ দুপুরের স্নেহ !-
সঙ্গী থাকে মনের ঘরে,
সকাল,দুপুর রাতে,
সঙ্গ শুধু তোমায় ঘিরে,
ভালোবাসায় মাতে।।
-
চলে
দুপুরের উন্মুক্ত সময়ের সঙ্গে
নিঃশর্ত আপোষ।
রোদ্দুর সরে গেলে আত্মতুষ্টি হয়
বিকেলের ভীড়ে
নিজেকে সামলে রাখায়,
মন খানিক নিষ্পত্তি খোঁজে
অপরাহ্নের কাক ছায়ায়।-