বসন্ত ফুরিয়ে এলে,
প্রজাপতিরা মরে যায়,
ডানায় লেগে থাকে বিগত রঙের চিহ্ন।
গোলাপ শুকিয়ে আসে,
শুকনো রক্তের মতো এলোমেলো
পড়ে থাকে পাপড়ি।
একলা পাখিটা ডানা ঝাপটায়,
উড়তে পারেনা
অসহ্য যন্ত্রণা তার পালকে।
শিষ দিতে পারেনা।
বহুদিনের জমে থাকা কোন বৃষ্টি,
আড়ষ্ঠ ব্যথার মতো ধুয়ে দিয়ে গেছে তাকে,
নিস্তব্ধতায়।
খড়কুটো উড়ে গেছে ঝড়ে,
বসন্ত শেষ, আশ্রয় নেই তার,
ওড়ার ক্ষমতাও নেই।
বসন্ত কি আদৌ এসেছিল কোনদিন?
নাকি সবটাই চোখের ধাঁধা?
পাতা ঝরা একটা গাছের ডালে বসে
পাখিটা এখনো স্বপ্ন দেখার চেষ্টা করে।
তাকে অন্ধ করে দিতে প্রতিদিন কালবৈশাখী আসে।
-
মরিচীকার দিকে
তোর হাসির রঙটা খানিকটা প্রজাপতির মতোই,
আলতো ডানার ঝাপটায়
এক নিমেষে সবকিছু রঙিন করে দিতে পারে,
হাজারটা রামধনু এঁকে দিতে পারে!
তোর চোখের দিকে তাকালে
এই কংক্রিট ধূসর পৃথিবীতে আরো হাজার বছর বাঁচতে ইচ্ছে করে।
সন্ধেবেলায় শান্ত পুকুরের বুকে
কাঁপতে কাঁপতে এগিয়ে যাওয়া
স্ট্রীট ল্যাম্পের আলোর মতো অনিশ্চিত এক অনুভূতি
বিন্দু বিন্দু বেড়ে উঠছে বুকের ভেতর।
ভালোবাসা কি?
জানি না।
ঠিক কতটা পথ পেরোলে ভালোবাসার দিকে এগোনো যায়
তাও জানিনা—
আমি দিকভ্রান্ত।
তবুও এগিয়ে যাচ্ছি।
অচিন গোধূলির আলোর মতো নরম এ পথ
আমার চেনা নয়।
মরিচীকার মতো তোর ইশারায়
এগিয়ে চলেছি আমি।
এত অনিশ্চয়তার মধ্যেও শুধু এইটুকু জানি,
এ পথের শেষে আগুন থাকলেও
আমি স্বেচ্ছায়, সানন্দে সে আগুনে ঝাঁপ দেব।-
The Sun I turn to
It has just been a week since we met,
And you won’t believe—
I’ve already started missing you.
I miss the way you talk,
The way you laugh,
The way your eyes find mine,
Turning my cheeks crimson, with butterflies fluttering inside.
I miss the checkers on your shirt,
How effortlessly they frame your smile.
And sometimes, I wonder—
Are you a magician?
For your very presence transforms my dullest moments,
Draping them in the fragrance of roses,
Fluttering with butterflies,
Awash with vivid dreams and desires.
I don’t know if I love you;
I don’t even know how much of you I truly know.
But what I do know
Is that I miss you—
Like a sunflower longs for the sun’s tender rays
To caress its golden petals.
For even in your absence,
Your presence lingers—like a soft whisper,
A melody that my heart keeps replaying.
-
The navy blue evening sky reminds me of your gaze,
I see your smile nestling, soft in the stars' embrace.
I feel your kiss in each rose I hold
And in the rain's screeching whisper, our story unfolds!
-
বেলা শেষ হয়ে এলে দেখি,
জানলার গরাদে বসে থাকা খয়েরী রঙের পাখিটা
আবছা রোদ্দুর মাখতে মাখতে হারিয়ে গিয়েছে কোথায়
ওকে খুঁজতে গিয়েও থমকে দাঁড়াই
ঠিক এমনই এক আমলোকী রঙা দুপুরে
আলো আঁধারির খেলায়
তুমিও হারিয়ে গেছিলে একদিন।
তোমাকে খুঁজতে যাওয়ার কথা ভাবতে ভাবতে
আমি সন্ধে নামতে দেখেছিলাম প্রথম
তোমার ফেরার অনিশ্চয়তা আমায় অন্ধকার শিখিয়ে দিল
তোমার জন্য অপেক্ষা করতে করতে আমার কবিতার খাতা ভরে গেল কৃষ্ণচূড়ায়
তবু তোমাকে খুঁজতে যাওয়া হলোনা আর।
হারিয়ে যেতে দিয়েছিলাম।
হারিয়ে যেতে দিলাম খয়েরী পাখিটাকেও।
কেউ কেউ হারিয়ে যাওয়ার পর
একটা আকাশী রঙের দুঃখ তৈরী হয় বুকের ভেতর
সে রঙ চিরন্তনী।
তাই, তাদের কখনো খুঁজতে নেই, ফিরিয়ে আনতে নেই।
-
জীবনের গতিপথ ধরে ছুটতে ছুটতে
লাল সিগন্যালে থমকে দাঁড়াই কিছুক্ষণ,
দেখি, আকাশের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে এক দল পায়রা।
হাতছানি দিয়ে ডাকছে,
এই চক্রবূহ্য ভেঙে ডানা মেলতে বলছে আমায়
হারিয়ে যেতে বলছে তাদেরই সাথে!-
I was all alone
Cuddling with silence
Under the blanket of clouds
You came,
Like a peppermint breeze,
Removing the blanket of dark
Exposed myself,
Embracing each inch of my beauty,
Kissing my darkest spots,
Making myself confident enough
To guide all those
Who lose their tracks in darkness!-
Ruthless summer day
Moistens with kindness
A rain-kissed fairytale!-
Feather? Or is it your smile touching my soul?
Rose? Or is it your lips chanting carols?
I laugh, I cry, I wonder,
Dive into your rains and thunder
And keep loving all the blunders
You, it's you, who creates the magic!
-
To feel each drop of your emptiness
Surrounding me like a cold white shroud
Making me chase the warmth of your presence, everyday!-