' আজব দুনিয়া '
আজ তোমাদের সকলের জন্য একটি কবিতা রইলো,একটু বড় ...ছন্দের কবিতা।
(ক্যাপশনে চোখ রাখতে ভুলো না কিন্তু, অনেক ভালোবাসা😊🙏)-
হিপোক্রেসি-ডিপ্লোমেসি-ম্যানিপুলেশন-বহুরূপীর দুনিয়ায়,
কত কথা আর কাজ মেলেনা,মানুষ চেনা যায় !-
সম্পর্কছিন্ন অনুভুতি যেমন অর্থবহ হয় না,
বর্তমানের প্রেম ভালবাসাও দুদিনের পরিচয়,দীর্ঘস্থায়ী হয় না।-
° ° ° ঘৰগোনা ° ° °
চকুৰ পতা জপাব নোৱাৰাকৈ
গিজ্গিজাই আছে সপোনৰ বীজ।
কান্ধত আছে মেটমৰা এভাৰ
আপোনাবোৰে গোটোৱা প্ৰত্যাশা।
সপোনৰ বীজবোৰ ছটিয়াবলৈ
যাবই লাগিব বাটচ'ৰা পাৰ হৈ!
কৰিবই লাগিব মুখ ঢাকি ফুৰা
এদল মানুহৰ সৈতে সমাযোজন!
তেজপিয়াই ৰং সলোৱা দি সলোৱা
মানুহৰ আচৰণৰ ৰঙবোৰো
চাবই লাগিব ক'লা চছ্মাৰ তলেৰে!
কৃত্ৰিম হাঁহিৰ ভেজাল দুনিয়াত
ভ্ৰমিলেহে মেলিব সপোনে গজালি!
আপাততঃ মই দোধোৰ-মোধোৰত...!
সপোনৰ বীজ ছটিয়াবলৈ গৈ
নিজক হেৰুৱাই দুখবোৰ সামৰো?
নে দুখৰ পৰা আঁতৰি ঘৰগোনা হৈ ৰৈ
হেঁপাহৰ সপোনবোৰ পচি যাবলৈ দিওঁ?
—Ankita Kalita-
দুনিয়ার চোখে প্রেমটা এখন একটা রোগ ,
প্রেমটা আসলে দুটো ভালোবাসার মানুষের মনের সংযোগ।-
যারা কথা দিয়েছিল, পাশে থাকার;
বলেছিল, বাঁচবো একসাথে।
যারা বলেছিল, "হোক না আঁধার যতই ঘন;
হাতখানি রাখবো হাতে।"
আজ তারাই ফিরিয়েছে মুখ;
সরে গেছে আরও তফাতে।
আসলে এটাই তো দুনিয়ার নিয়ম।
সবই বদলে যায়, হারানো সময়ের সাথে।
কত সহজেই মানুষ সব ভুলে যায়।
হারিয়ে যায় অজ্ঞাতে।-
প্রেমের আমার অসুখ করেছে, ভালোবাসার এখন ভীষণ জ্বর।
এ জন্মে ঘুচবে না ভালোবাসা বাসি ক্লান্তির অবসর।
@স্মৃতি সাহা ---✍️-
শুন্য এখন গলির মোড়, আজ
জীবনে ব্যস্ত স্বাধীনতাপ্রিয়
চড়াই এর দল, নিয়ে
ক্ষণিক সুখের ভার।
হয়েছে আজ উজানের সেই
দমকা হাওয়া,
দুনিয়াদারি তে ছারখার।
কে গুনেছে গলির মোড়,
কে ভাসায় আজ টাটকা ভেলা,
না মেপেই জলের তোড় ...!!-
ভালোবাসাটা তো এখন শুধু অভিনয় আর ছলনা,
তাই আজ আর কেউ অনুভূতিটার ও দাম দেয়না।-
ভালো মন আজকাল দুষ্প্রাপ্য
বাজারে আর পাওয়া যায় না,
ঠকতে ঠকতে ভালো মন আজ সর্বস্বান্ত
নতুন করে আঘাত পেতে চায় না।
যেসব মনের একটু আঁশটে গন্ধ
ওরাই আজ ভালো সেজে বিকায়,
আসল রূপটা সময়ের সাথে বেরোলেই
খোলস ছেড়ে রণমূর্তি দেখিয়ে পালায়।
ভালো মানুষগুলো আজ চূড়ান্ত অবিশ্বাসী
নিজের ক্ষুদ্র জগতের এককোণে মুখ গোঁজে তারা,
আপন করতে এগিয়ে আসা মানুষ দেখলেই
মিথ্যেবাদী ভেবে দেয়না আর তারা সাড়া।
-