QUOTES ON #ছায়া

#ছায়া quotes

Trending | Latest
27 JUN 2018 AT 12:12

আসলে তো আমরা সবাই একা
সঙ্গী কেবল ছায়া,
সেও অস্তিত্ব হারায় অন্ধকারে
জীবনটাই যে মায়া...

-



ফাঁকি দিয়ে চলে গেলে,হলে ওই আকাশের তারা,
চিরশান্তির ঘুমে নিমগ্ন তুমি,আমরা যে পথহারা।
অভিনয় ছিলো না অভিনয় তোমার,পরেছ জয়ের অলঙ্কার,,
বিদায় নিয়েও আছো তুমি,চির আপন,সবার ভালোবাসার,,,

-


28 JUN 2018 AT 11:57

সময়ের প্রবহমান স্রোতে,
অস্তিত্বে মিশেছে ছায়া
অন্তরাত্মার অচেতনে তাই,
বিদ্রুপ করে কায়া...

-



বাতাস,,
বাতাস,,ও বাতাস,,তুমি কি থামতে জানো না,,
বইছ সারাটি দিনরাত,,অনাদি অতীত,,।
খুশির দরিয়ায় ভাসাও আমারে,,
তোমাতে ফিরে পাই সম্বিৎ,,।
তুমি বাঁচাও মন প্রাণ,,তোমার ও আছে মধুর নাম,,।
কখনো তুমি দমকা হাওয়া,কখনো মৃদু সমীরণ,,
কখনো বা উরণচন্ডী তুমি,,কখনো শান্ত বাতায়ন,,।
ওই দিগন্তে ধাইছ তুমি,,থমকে কোথাও গম্ভীর,,
তোমার পরশে ই,প্রানের স্পন্দন,,
তুমিই প্রশ্বাসের আবর্তন,,।
তোমার ই ছোঁয়ায় গাইছে কোকিল,,,
বৃক্ষশাখে বসে,,
তোমার ছোঁয়ায় শরৎ শিশির,সবুজ ঘাসে ঘাসে,,।।
C.B.


-



পলাশের আগুনে,
পুড়েছে হৃদয়,
বন্ধনবিহীন,
নিশীথে,প্রভাতে,
তোমার প্রেমাঙ্গনে।।

-


5 MAY 2020 AT 20:54

শুধুই যে মানুষের দেহ বিচক্ষণ তা নয়,
কিছু একতরফা ভালোবাসা ও একলা পথ বেছে নেয়.
হয়তো এই পথ সবার জন্য নয়
তবুও একটি ছায়ার অভাবে আঁধার নামে কিছু প্রাণে.

-


6 SEP 2019 AT 11:32

ওই চোখ আজ অন্য কারোর ভাষা বোঝে,
ওই মুখ আজ অপরিচিত কারোর ছায়া খোঁজে;
ও চোখে আজ অন্য কারোর স্বপ্ন খেলা করে,
ওদিকে তাকালে ঘৃণারা তাই দল বেঁধে তাড়া করে।

ওই মুখ তো আর সেইমুখ নয়,
ওতে বিশ্বাসঘাতকতার ছাপ স্পষ্ট;
তুই অন্য কারোর স্বপ্নে নিষ্পাপ রাজকন্যা,
থাক না ইনোসেন্ট হয়ে, অন্তত দিস না তাকে কষ্ট।

-



বদলা দিনের এই প্রভাতে,
ঝিরিঝিরি বৃষ্টিতে,
চেয়ে রই ,ওই দূরের পানে,
মন যেখানে যায় হারিয়ে,
আবছা ওই ঝাউয়ের বনে।

বরষে,হরষে জাগিছে পল্লবে,
সাজিছে শ্যামল বরণে,
শাখায় শাখায় লাগিছে দোল,
মাতিছে ঝিল্লি রবে,
ভরিল মনপ্রাণ,নবীন ঊষার লগনে।

বৃক্ষ শাখে, কপোত কপোতী,
সিক্ত শাখায় বসি মুখোমুখি,
ভাবিছে দোহে দুজনার লাগি।
থাকে যেন এই ক্ষণ, অটুট এমন,
রবে ভালোবাসায় ভরি।

বরষা মেতেছে শারদ বেলায়,
মন ভরেছে কাশের দোলায়।
ভৈরবীতে বাজে আগমনী সুর,
আকাশ বাতাস,আজ হোলো রে মধুর,
স্নিগ্ধ প্রভাত,সুরের ছোঁয়া দিয়ে যায়।।

-


27 OCT 2020 AT 20:28

ছায়া বলছে আমি আগে, কায়া বলছে আমি
ছায়া যায়, কায়া ও যায়
কায়ার অস্তিত্বকে ছায়া ছাপিয়ে গেছে,
নিজেকে অস্তিত্বহীন ভাবতে ভাবতে
কায়া নিষ্প্রভ হচ্ছে একটু... একটু.. করে।

অর্থহীন অস্তিত্বে লাভ কী?
ছায়া, কায়া মিশে মায়া'র সৃষ্টি হচ্ছে।
ঈশ্বর খুব খুশিতে হাততালি দিচ্ছেন।
নির্বোধ কায়া হাত কামড়াচ্ছে
কবিরা, ফ্যালফ্যাল করে চেয়ে দেখছে
বাস্তবতা কীভাবে মানুষকে পিষে মারছে।

-



আপন ছায়া যায় ভুলে,
আঁধার যখন আলো ঢাকে!
আপন কেউ গেলে ভুলে,
আঁধার নামে মনের ঘরে!

-