-
আজ গভীরটা-- উঠছে কেঁপে,
বুকের-- মাঝে অশ্রুধারায়..
আজ শহরটা, ভেঙে গেছে
ছলছল-- সে মুগ্ধ হাওয়ায়।।
বুঝলাম নাতো,
খুঁজলাম নাতো,
তাকে--- আমি মনটা পেতে..
জানলাম নাতো,
পেলাম নাতো,
যাকে আমি---- চাইছি ছায়ায়..
আজ জানালা--- হয়ছে বন্ধ..
বৃষ্টি, আশার অপেক্ষায়..
আজ আমিটা হয়ছে বড়,
জানিনা--- কার নিশানায়...-
●●●●●●●● গান ●●●●●●●●
খুবচেনা শহরে, আমি আছি যে একা...
মনমরা শরীরে না পাচ্ছি, তোর দেখা
আমাদের দেখা হবে, পার্কের ওই সিঁড়িতে
বাঁধভাঙা স্বপ্নগুলো, স্থান পাবে এক পিঁড়িতে
বিধাতার পাঁচফোরণে হারিয়ে যাবো দুজনে....
খুবচেনা শহরে, আমি আছি যে একা...
মনমরা শরীরে না পাচ্ছি, তোর দেখা
রংচড়া স্বপ্নগুলো, মেলে দেবো নীল আকাশে
মনগড়া মিত্থা গুলো, ফেলে দেবো এক নিশ্বাসে
নাটকের মরণ ফাঁদে, হারিয়ে যাবো দুজনে...
খুবচেনা শহরে, আমি আছি যে একা...
মনমরা শরীরে না পাচ্ছি, তোর দেখা
পাহাড়ের ঢালের মতো একসঙ্গে মিশে যাবো
এভাবেই দুজনেতে সারাটাজীবন হেসে যাবো...-
রবিঠাকুরের সঙ্গীত স্মরণে উদবেলিত হইল ,
মন মোর মেঘের সঙ্গী,
উড়ে চলে দিগ্দিগন্তের পানে
নিঃসীম শূন্যে শ্রাবণবর্ষনসঙ্গীতে
রিমিঝিম রিমিঝিম রিমিঝিম ।।
-
প্রেমের ওই স্বপ্ন ভেলায় আরোহী রূপে ভাসিয়েছিলাম ইচ্ছে যত মনের ভাবসাগরে,
যাত্রাপথের উপান্তে এসে প্রত্যক্ষ করেছিলাম তোমায়, দাঁড়িয়েছিলে তুমি আমার গানের ওপারে।-
মনের মাঝে প্রশস্তি চাও ?
দিনের শুরুতে অথবা সাঁঝে ?
খুঁজে দেখো তবে একটি বার
লুকিয়ে আছে তা ,‘‘গান’’-এরই মাঝে ।
মন ভোলানো সুরের কাছে
আত্মসমর্পণ করেই দেখো ,
সত্যি বলছি ,এমন শান্তি
চাইলেও কোথাও পাবে নাকো ।
মনের আকাশে মেঘ জমেছে ?
নেমেছে বুঝি অন্ধকার ?
প্রেম কিংবা বিরহের প্রকাশে
গান-ই যে পায় অগ্রাধিকার ।
বৃষ্টিভেজা দুপুর-ই হোক
কিংবা ,নিস্তব্ধতায় মোড়া গভীর রাত ,
সুরের তালে মিলিয়ে যেও
তারা-ই তখন দেবে সাথ ।
জীবনটা-ও তো গানের-ই মতন
সুর ,তাল আর ছন্দে বাঁধা ,
সঙ্গীত এর মাঝেই পাবে সমাধান
হোক না যতই জটিল ধাঁধা ।।-
আমারতো একলা সঙ্গীত গাইবার অভ্যেস নেই,
তবু কেন মোর প্রনয়ের সঙ্গীতের সুরাবিচ্ছন্ন করলি ?-