QUOTES ON #ক্রিকেট

#ক্রিকেট quotes

Trending | Latest
15 JAN 2022 AT 18:18

খেলার মাঠটায় আবারও শোনা যাবে হৌ-হুল্লোড়ের আওয়াজ,
যদি ছেলেপিলেরা মোবাইল ফোন থেকে যায় অনেক দূরে চলে।

-


22 NOV 2019 AT 22:29

আজ ২২শে নভেম্বর, ভারতীয় খেলার ইতিহাসের পাশাপাশি কলকাতাও সেই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে রইল| আজ থেকে কলকাতার ইডেন গার্ডেনে শুরু হল 1st Day And Night Pink Ball Test Match|এই খেলা মাঠে বসে সরাসরি দেখার জন্য প্রচুর মানুষ অগ্রিম টিকিট কেটে ফেলেছেন| তবে এই ঐতিহাসিক ঘটনার পথ চলা শুরু হয় একজন বাঙালি ক্রিকেটারের হাত ধরে যিনি বর্তমান বোর্ড প্রেসিডেন্ট, তিনি হলেন সৌরভ গাঙ্গুলী| এই সৌরভ গাঙ্গুলী নামের সাথে খেলার জীবনে প্রায় নানারকম বিতর্ক জড়িয়ে পড়লেও অবসরের পরও খেলা যেমন তাকে ছাড়তে পারেনি তেমনই তিনিও খেলাকে ছাড়তে পারেননি| লর্ডসের মাঠে তার সেই জামা ঘোরানো আজও সকলের কাছে স্মরণীয়| প্রথমে CAB প্রেসিডেন্ট তারপর এখন বোর্ড প্রেসিডেন্ট....
তাই তো সৌরভ গাঙ্গুলীকে নিয়ে সবাই এখনও একসাথে বলতে পারে----

'' মহারাজা তোমারে সেলাম''

-



তোমাকে দেখেই অনুপ্রাণিত।
মাঠে কঠিন পরিস্থিতিতেও,
শান্ত মাথায় হাসতে দেখেছি
সবাইকে উৎসাহ দিতে দেখেছি,
হেরে যাওয়া ম্যাচ
ব্যাট হাতে কিভাবে,
দিনের পর দিন জেতাতে দেখেছি।
আজ যতটুকু যা ব্যাট করতে শিখেছি,
যা খেলি সবই
তোমাকে আইকন মেনেই সম্ভব হয়েছে।
শুভ জন্মদিনের
অনেক শুভ কামনা রইলো।
খুব ভালো থাকবে সবসময়,
আরো অনেক সফলতা পাও।

ইতি,
ধন্যবাদান্তে,
তোমার একজন ছোটো অনুরাগী।

-


6 JAN 2022 AT 11:00

বন্ধুত্বের অমরত্ব

-


23 JUN 2020 AT 9:19

শেষ পর্যন্ত টিকতে হলে ধোনির মতো ডট খেলতে হবে অনেক।

-


30 NOV 2021 AT 10:30

সকাল সাজাই ফুলের সাথে,
অস্ট্রেলিয়ান ক্রিকেটার এর জন্মদিনের।🥺😭

-



"নীলনদীর গল্প"

[ধারাবাহিক part 1। গল্পটা ক্যাপশনে আছে]

-



দাদা আমার জগৎ সেরা
বাংলায় তার প্রাণ,
ক্রিকেট হোক বা দাদাগিরি
মুকুটশীরে মহারাজার সম্মান ।

জার্সি খুলে উড়িয়েছিলে
মনে টেনেছিলে দাগ,
সবার প্রিয় তুমি হলে
ক্রিকেটের মঞ্চে বাংলার বাঘ ।।

-



এমন একটা বিকেলের প্রত্যাশায় দিন কাটাচ্ছি—
যে বিকেলে খেলার মাঠটায় আবার
হৈ হুল্লোড় শোনা যাবে;
ব্যাটে বল লাগার শব্দ শোনা যাবে;
কবাডির ধ্বনি শোনা যাবে;
পায়ের তলায় ফুটবল থাকবে;
চারিদিকে শুধুই আনন্দের প্রতিধ্বনি শোনা যাবে।
এই বিষন্ন ধূসর পরিবেশ থেকে
একটা নতুন সজীবতা পূর্ণ পরিবেশ সৃষ্টি হবে।

-


8 JUL 2020 AT 0:43

ক্রিকেট ভক্ত নইকো আমি;
তবু দাদা তোমায় ভালোবাসি,
সবার প্রাণে ঢেউ দিয়ে
যায়, তোমার মুখের হাসি
ক্রিকেট তোমার রক্তে দাদা
বাঙালির তুমি গৌরব;
শুভ জন্মদিন, থেকো আনন্দে
সবার দাদা সৌরভ !

-