জানি না অসুর কেন? অসুরের কি গুণ আছে তার?
অসুর হয়েও সে অসুর হল না, দেবতা হয়েই আত্মপ্রকাশ হল তার...
বাকিটা ক্যাপশনে পড়ুন....-
✒️Studied at Uttarpara Girl's High school
✒️ Wish me on... read more
আজি এ প্রভাতে রবির কর
কেমনে পশিল প্রাণের পর
নীল আকাশ ওই দেখা যায়
সাতরঙা রামধনু যেথায়
প্রজাপতি ওড়ে ডানা মেলে
ফুলের গন্ধ সারা শরীরে মেখে
হাওয়ার চোটে আন্দোলিত হয়ে
পাতাগুলি আজ চমকে ওঠে
রবির আলোর বন্যা যেথায়
হৃদয় আমার নেচে ওঠে সেথায়...-
আচ্ছা আপনার কাছে রাতের তারা ভরা আকাশের সৌন্দর্য না, কাঠফাটা রোদে সকালের সৌন্দর্য বেশি চোখে লাগে?
আসলে কালো জগতটাই এরকম....
বাকিটা ক্যাপশনে পড়ুন...-
কবিতার নাম: 'ঝরাপাতা'
কবিতাটি নিয়ে এবার কিছু বলি| কবিতাটি আমি আর গুপ চুপ একসাথে WhatsApp এ কোলাব করি তারপর ঠিক করি এখানে কবিতাটি দেব তাই আজ দিয়েই দিলাম
(কবিতাটি ক্যাপশনে পড়ুন,
লেখক: @আকাঙ্খা দত্ত
@গুলমোহর)-
দোলা লাগিল মোর মনে
রাঙিয়ে দিয়ে যায়
সূর্য মাখা বসন্তের আগমনে
চারিদিক ভরে ওঠে উৎসব আনন্দে
হাওয়ায় ভেসে বেড়ায় আবির নানান ছন্দে
ভাই বোন রাঙা হয়ে ওঠে সবে মিলে
যুবক যুবতীর দল প্রেমে পূর্ণ হয়ে ওঠে
কচি কাচার দল প্রভাত ফেরিতে যোগ দিয়ে
রঙ লাগায় একেবারে সাত থেকে সত্তর হয়ে
প্রতি বছরের মতো এবার উৎসবের অবসান
তবু সেই মেয়েটি দরজায় অপেক্ষমান
প্রেমিকের প্রতিশ্রুতি মিথ্যা হয়ে যায় তবে
কেন এল না তারে রাঙিয়ে দিয়ে যেতে
এসেছে আজ দুঃখ তার কাছে
রাঙা করতে নয় রঙ ছিনিয়ে নিতে
দূরপ্রান্তে যুদ্ধক্ষেত্রে প্রেমিকের জীবনাবসান
এখন শুধু হৃদয়মনে তাঁর অবস্থান
মেয়েটি এখন বৃন্দাবনে মেতেছে রঙখেলায়
দুঃখই তার শেষ সাথী হল জীবনতরীর নৌকায়|-
সমাজ আজ বড়ো ভয়ংকর
সৃষ্টিকে যে মানছে না আর?
যেই মেয়ে হয় মায়ের মত
ভাবনা জুড়ে তাকেই যত?
মানছে না আর মানুষ না রূপে
দেখছ না তাকে স্বাধের ধূপে?
কি বিকৃতি যে ধরলো তাদের
কাঁদিয়ে মারে সব মায়েদের,
বোন যে ছিল সেও কারোর
তোমরা তাকে জ্বালিয়ে মারো?
হায় যে সমাজ করি কি যে?
কোথায় নারী আজ নিরাপদে!
বাচ্চা থেকে শুরু করে
ডাক্তারকেও মারলে ধরে?
বাঁচতে হলে উপায় তো সে
কান্না মোছায় মা হয়ে
দেখছ তাকে কোন চোখে?
দাড়াচ্ছ না এগুলো রুখে
ঘটনা হলে সমব্যাথী সবাই,
সামনে হলেই অন্ধ রে হায়
কি বলবো এই সমাজটাকে
শখ যাদের মৃত্যু ডাকে
আর নয় এই অনাচার ভাই
একজোট হও এবার সবাই
মোমবাতি নয় শক্ত হাতে
রুখে দাঁড়াও প্রতি রাতে
না রয় যেন কোনো মা বোন একা
দেখতে না হয় যাতে এমন দেখা
শাস্তি চাই এই পশুদের
মারলো যারা এত মেয়েদের|-