বিকেল বেলার রোদ তখনও বাড়ি যাওয়ার রাস্তা পায়নি,
সবুজ ঘাস তখনও এক ফোঁটা বৃষ্টির আশায়,
আমার মেঘলা বসন্ত একলা চেয়ে আছে আকাশের গায়ে চোখ রেখে,
যখন তুমি এলে পাখি গুলো বিভ্রান্ত ছিল,
মেঘ নেচে উঠেছিলো ভ্রু কুঞ্চিত করে,
নির্বিবাদে বৃষ্টি হলো, সবুজ ঘাসের মলিনতা ধুয়ে ।-
গৌরব ঘোষ
(রূপম)
177 Followers · 149 Following
একশো পেলেও শূন্যে মিলিয়ে যাবো ৷
Joined 7 May 2020
9 JUN 2022 AT 9:56
27 JUL 2021 AT 20:41
পৃথিবী ডুবে গেলে অনন্ত সূর্য উঁকি দেয়
তোমার স্মৃতি গুলো কক্ষপথে ঘোরে
বিকেলের রৌদ্রে পৃথিবী আবছা মনে হয়
তবুও স্মৃতিতেই সুন্দর তোমার মুখ।-
18 JUL 2021 AT 14:27
খুব ভোরে মন ভাঙ্গে আলগোছে খাওয়া তেতো ওষুধের মতো ।
সত্য নেমে আসে মহাবিশ্ব থেকে আলোকবর্ষ পথ পেরিয়ে ,
তবুও, অর্বাচীনের আত্মা খুঁজে ফেরে স্বর্গের সিঁড়ি ।
পিয়ালের বনে শিয়াল ডাকে, হাতছানি দেয় ফুলের স্পর্শ ।
-
11 JUL 2021 AT 20:38
ভালোবাসা , আকাশ ছোঁয়া পাখির গৃহটান ।
ভালোবাসা , বর্ষা রাতে রাধার অভিযান ।-
11 JUL 2021 AT 20:07
সত্যি করেই আজ ভালোবাসা দু'লাইনের,
হ্যালো দিয়ে শুরু যার গুড বায়ে শেষ তার ।-
28 JUN 2021 AT 12:23
বর্ষা নামুক মাঠে প্রান্তরে,
সবুজ বিকেল হোক গোটা কতক ;
আবার আসবো ফিরে গত বর্ষায়
সবুজের আহ্বানে ৷-
13 JUN 2021 AT 21:50
জটিল বড্ড জটিল , এ অস্ত্র ধারালো ,
খুন হয়েছি বৃষ্টিতে ৷ মাটির গভীরে ;
শ্রান্ত আমি পরিশ্রান্ত নব ভ্রূণ ভরে ৷-