"আব্রু"
যেখানে সকলে দেহ বেঁচে এসে সতী সাজতে চায়,
সেখানে কিছু পুরুষ বেশ্যা আব্রু বিলিয়ে বেড়ায়।
তৈলমর্দন করে চলেছে , আর দেখাচ্ছে দেহ ,
এভাবেই সব উঠছে উঁচুতে ,আদায় করছে স্নেহ ।
ক এর সাথে খ শুয়ে যায় , খ এর সাথে ঘ ;
ম এর ঝ এর ঢলাঢলি চুম্বনে সাথী চ !
এভাবেই চলে চেখে বেড়ানো, ইতর পরাগযোগ,
ভাইরাস সম ছড়ায় সমাজে, নারকীয় এই রোগ।
এরাই সাজে সতী কদাচিৎ ,গণিকা বৃত্তি ছেড়ে,
সত্যি বলেছ ? চুপ! চেঁচিয়ে আসবে তেড়ে ।
উঁচুতে উঠছে , উঠবে আরো , সাফল্য এদের ছোঁবে,
টাকার জোরে , পরিচয় ডোরে সকলের সাথে শোবে ।
এভাবেই চলে সমাজ , বিশ্ব হয় আবর্তিত;
সতীরা পায়না দাম, সর্বদা হয় লাঞ্ছিত!-
2024!!
The worst year possibly. Full of bad decisions, regrets , mind fu*king circumstances and severe issues like anger , stress, anxiety and all...
A year where hope rises and die again and again ! A year I just want to say F**K the hell off!!
The year where I can realise I'm not good enough to my own little expectations. The year where I scream silently, and greet fake people with an empty heart .
This year makes me realise what should be my priorities, how to ignore people , the subtle art of not giving a f**k !
I don't hope , Hope is killing me ! Wishing you all a very happy new year ahead . May your karma hits you as it is.
Peace 🕊️ out ✌️
-
"Not the End"
Like a lost star in the galaxy I roam around ,
Howl at the moon while residing underground.
Lost in my muses ,while writting poetries and proses ,
Looking all the beautiful girls fade like the roses .
It's not the end of the world till I have myself with me ,
I can reinvent myself in monoxide caves and cannibal tree .
Allegations are made on me that I write your life ,
I use my pen to kill my feelings for you, I don't need a knife !
The crimson pain in your lips turned mine into dark gray ,
Autumn leaves turned brown portraying your betray .-
I hate everything about my life .
But still finding love in everything I hate .
I think that is what I call "life"?-
"দেহ"
ভালো মানুষের মুখোশ টা
খুলেই ফেলুন এবার ,
অনেক হলো ঘোমটা টানা ,
সতীত্বের যত বাহার ।
পুরুষ হলেও বেশ্যা তুমি ,
শরীরই যখন খোঁজো ,
ভালবাসা মানে সন্মান ,ভুলে
স্রেফ বিছানাটাকেই বোঝো !
কুৎসিত ঐ চিন্তাধারার
বড়াই নাই বা করলে ,
বিনামূল্যের দেহব্যবসার
সিঁড়ি তো উঁচুই চড়লে !
দেহ কে মন্দির বলে ,যে
লালন ফকির কাঁদে ,
সেই দেহেরেই সৌষ্ঠবেতে ,
ফেললে সকলে ফাঁদে ।
মিথ্যের কত মাউন্ট এভারেস্ট ,
করেছ তোমরা অতিক্রম,
দর তোমাদেরই কলি কালেতে ,
কবিরই হয়েছে মতিভ্রম।-
"Nightmare"
I had a dream you dance,
When your wife dies
You ate her carcass,
Six feet under in disguise!
I had a dream your nose bleed,
Cause you tried to hide everything ,
Your brother died out of trauma ?
Sell your soul? devils dilemma ?
Stitches in the tounge ,
Cockroaches in noses ,
Convincing myself -
"My muses acquired like bruises"-
"গুজব"
বিস্তর বুঝি , বিস্তর জানি ,
তাই দুরত্ব রেখেছি বিস্তর।
পাছে পিছলে যাই ঐ হাস্যে,
পেরিয়ে হৃদয় প্রান্তর !
টানিছ জানি ঐ জালেতে ,
ভালবাসা যারে কয় ;
সরায়ে দেবে , কাছে টেনে ফের,
হলে আবেগের বিনিময় !
তবু কাছে যাওয়া , ছুঁয়ে
ফিরে আসা, হচ্ছে কত শত ,
কারা যেন করছে ফিস ফিস,
ছড়াচ্ছে গুজব অবিরত !
অকাল শ্রাবণ যদি নামে ,
এ মলিন হৃদয় যায় ধুয়ে,
কোনো এক অলেখা কাব্যে ,
থেকে যাবো এক হয়ে ।-
"সুখের খোঁজে"
আমি অখ্যাত কবি এক,
পুকুর জলে ডুবেছি ,
প্রতিটাদিন আঘাতে আঘাতে ,
হয়তো নিজেকে গড়েছি ?
বিজ্ঞানে অজ্ঞান হয়ে কি সুখ?
আনন্দ কেবল কল্পনায় !
কঠিন তত্ত্বে হৃদয় নষ্ট ,
গলে না এ মন স্বান্তনায় !
যারা আমারে ভাবিছ বিশারদ,
বলি , ভাবনা সত্যি না তাহা ;
লোকে বলে বহু কিছু ,
বোঝেনা , শোনেনা কিছুই যাহা ।
হারিয়ে যাবো একদিন ঠিকই ,
সহজ পথের সহজ হাটে ,
নিজেকে সেদিন পাব খুঁজে ,
না পাওয়ার, নকশী কাঁথার মাঠে !
-
আমার দেয়া ভাল সময় গুলো,
রেখে দিও না হয় !
অভিযোগ তো থাকবেই চিরদিন,
পারলে ,খোলা মনে নির্জনে ,
ভাসিয়ে দিও তাদের ;
রেখে দিও নন্দনের নিয়ন আলোয়,
আমাদের প্রথম দেখার দিন ।
পারলে রেখে দিও ,আমার দেয়া
তোমায়, ডায়রির ছেড়া কবিতার পাতাগুলো,
পারলে আমার ভালোটা রেখে দিও!
খারাপ গুলো তো সমাজ মনে রাখবেই,
পারলে ভালবাসা টুকু রেখে দিও!-
"না"
তোমার না তেও হ্যাঁ খুঁজে নেওয়ায় বেহায়াপনার স্বাদ,
তোমার হাসিতেই আমার খুশি ,তারুণ্যের পরমাদ।
তোমার যত ভাষ্যের যাতনা দিয়েছ আমায় সেদিন ,
ভেবেছ যাবে পিছিয়ে এই বেহায়া প্রেমিক-বেদুইন ?
আশার যেখানে সমাপ্তি ঘটে , বেজায় ক্ষুদ্র পরিসরে,
ভালোবাসা সেথায় ছটফটায় প্রবল ক্ষণিক অভিসারে!
না শব্দ ভীষন অকপট , মনে কেটে যায় দাগ ভীষন;
না কে করেই কেন্দ্র দিবস - নিশি প্রত্যহ করি যাপন,
হ্যাঁ এর আশা করাটা কি বৃথা ?ভীষনই বেশি কিছু চাওয়া?
হাওয়াদের কথা বাদই দিলাম , যত্ত ওদের গুজব কওয়া!
-