QUOTES ON #কাশফুলের

#কাশফুলের quotes

Trending | Latest
4 OCT 2019 AT 9:07

বাঙালি হৃদয় খুশিতে মেতে উঠুক ভুলে সব কাজ।।

-


4 OCT 2019 AT 9:03

বাঙালি হৃদয় আজ আগমনীর ছোঁয়ায় মেতেছে ভুলে সব কাজ।

-


4 OCT 2019 AT 11:13

শুভ্রতার আসনে আজ নবাগত বহু কাজ।।

-


7 OCT 2020 AT 15:19


কোনো এক সকালে স্বপ্নের আবেশে
হেঁটে চলি আমি কাশবন দিয়ে ,
মনে রাশি রাশি সাদা কাশ ছুঁয়ে যায়
সেই ছোঁয়ায় মন ওঠে মাতিয়ে।
অরুনদয়ের রক্তিম আভা এসে পরলে
সাদা কাশফুল আরো সুন্দর হয় ,
কোনো এক স্বপ্নের সকালে তাই মোর
হৃদয় জুড়ে খুশির জোয়ার বয় ।
রাত্রির স্বপ্ন রাত্রি শেষে রেখে যায় তার
স্বপ্নের মধুর আবেশের রেশ ,
মন ভরে ছিলো সুখ স্বপ্ন আমার,দেখেছি
তোমার অপরূপ সাজের বেশ ।

-


4 OCT 2019 AT 10:35

শরতের চতুর্দিক পুলকে ভরুক শারদীয়ার সাজ।

-


4 OCT 2019 AT 11:16

শিউলি সুসুভিত অাগমনে আজ নববধু সাজ।

-


4 OCT 2019 AT 15:39

বোধনের পর চারিদিকে নবরূপা মায়ের সাজ.....

-


4 OCT 2019 AT 11:12

ভালোবাসা কুড়িয়েছি শরৎ প্রাক্কালে নবরুপে সাজ।

-


8 OCT 2020 AT 18:03

শিউলি বিছানো পথ দিয়েই হবে
আগমনী মায়ের আগমন ,
কাশফুল ফুটে জানায় আগমনী
মায়ের সাদর সম্ভাসন ।
ভেসে আসে আশ্বিনের শারদ প্রাতে
ঘরে ঘরে মিষ্টি গানের সুর ,
এ বছরের পূজা কারোর আনন্দের
কারোর মন বেদনায় ভরপুর ।

-


4 OCT 2019 AT 8:01

ঝলমলে রোদেলা নীলাকাশে পেঁজা তুলোর সাজ

-