বাঙালি হৃদয় খুশিতে মেতে উঠুক ভুলে সব কাজ।।
-
কোনো এক সকালে স্বপ্নের আবেশে
হেঁটে চলি আমি কাশবন দিয়ে ,
মনে রাশি রাশি সাদা কাশ ছুঁয়ে যায়
সেই ছোঁয়ায় মন ওঠে মাতিয়ে।
অরুনদয়ের রক্তিম আভা এসে পরলে
সাদা কাশফুল আরো সুন্দর হয় ,
কোনো এক স্বপ্নের সকালে তাই মোর
হৃদয় জুড়ে খুশির জোয়ার বয় ।
রাত্রির স্বপ্ন রাত্রি শেষে রেখে যায় তার
স্বপ্নের মধুর আবেশের রেশ ,
মন ভরে ছিলো সুখ স্বপ্ন আমার,দেখেছি
তোমার অপরূপ সাজের বেশ ।-
শিউলি বিছানো পথ দিয়েই হবে
আগমনী মায়ের আগমন ,
কাশফুল ফুটে জানায় আগমনী
মায়ের সাদর সম্ভাসন ।
ভেসে আসে আশ্বিনের শারদ প্রাতে
ঘরে ঘরে মিষ্টি গানের সুর ,
এ বছরের পূজা কারোর আনন্দের
কারোর মন বেদনায় ভরপুর ।-