QUOTES ON #আলতা_রাঙা

#আলতা_রাঙা quotes

Trending | Latest
25 JUN 2020 AT 0:14

-


28 OCT 2018 AT 0:58

আলতা রেখা ছুঁয়েছে পায়ের পাতা,
ভেজা শাড়ির পাড়ে মজে থাকা সুখ,
শরতের রূপ লেগে আছে শিশিরেতে,
হিমেল বাতাস জমিয়েছে সকলই দুখ।

-


18 JUN 2021 AT 19:43

আলতো হাসি, ভালোই বাসি, মনকেমনের মেঘ-দুপুরে ;
আলতা পায়ে, অচিন গাঁয়ে, সুর তুলেছে জল-নুপুরে !
পারলে ছুটি, হুটোপুটি, মনের‌ই মাঝে বৈশাখীর ঝড় ;
দেখবো চেয়ে, এ কোন মেয়ে, সাজায় স্বপ্ন খেলার ঘর !

-


22 MAY 2017 AT 15:38

ওই ঝুমুর পায়ে আলতা মাখানো,
              দিনের আবেশ রাতের গভীরে।
তারপর ঘুম না আসা রাতে,
              বাকিটাতো তোমারই আবেগের হাতে।



-


3 AUG 2020 AT 12:21

এখনো ছাদের ঘরে আলতা পায়ের ছাপে,

চিত্রনাট্য যেন সাজানো সিঁড়ির ধাপে।

-



আলতা পায়ে গল্পকথা গাঁথছি নানান সুরে,
মনখানি তার পথের মতন, নিয়ে যায় বহুদূরে।।

-


21 DEC 2018 AT 19:09

আলতা রেখা ছুঁয়েছে মোর পায়ের পাতা...
বাড়ছে এই মনের ব্যাকুলতা;
রাঙিয়েছে মোর প্রেমের কল্পকথা...
তোর হৃদয়কে ছুঁয়ে যাক আমার
এই ভালোবাসার বার্তা.....
আমি তোর আগমনের অপেক্ষারতা।।

-


11 JUL 2021 AT 11:51

ক্যাপশনে......




-