বুঝলাম না আজও, কে আপন আর কে বা পর,
দূরে গেলে কাছের মানুষ, পৃথিবীটা লাগে স্বার্থপর।-
ভাবনা গুলো ভাবছি কই, পাল্টাবেনা মনের ঘর।
ভাবনা বলতে সেই তো পুরনো, আপন গুলোই হচ্ছে পর।।-
ভাঙা হৃদয়ে,অন্ধকার রাস্তায় পড়ে থাকা এই প্রেমিককে আজও কেউ বোঝেনি,
অনেক ছিল আপনজন আমার তারাও আমায় আর খোঁজেনি।
জানি না এই জন্মে কি আমি আর প্রিয়তমার ভালোবাসা পাবো..
একদিন ঠিক ওই নীরবতার নিশায় নিজেই শূন্য হৃদয়ে হরিয়ে যাবো....-
ভাঙন ধরিয়ে হৃদয়মাঝে সুখেই আছো বেশ /
এখনো তোমার মিষ্টি হাসির য়ায়নি তো সেই রেশ //
সাঁঝেরবেলা দিগন্তে মেলে এলো কেশ /
আজও তুমি ছেয়ে আছো আমার মনের দেশ//
খসেছে পলেস্তারা রঙ চটেছে মনের ঘরের /
মেরামতিতে মন দিয়েছি দরকার নেই পরের //
ভিতটা আজও শক্ত আছে দাঁড়িয়ে আছি তাই /
মনের ঘরে পাগলী শুধু তোমার দেখা নাই //
বিষ ঢেলেছে মনে তোমার উগরে দিয়েছো তাই /
বিষের জ্বালায় এখন আমি একাই জ্বলে যাই //
নীলকন্ঠ হয়েছিলো বিষ কন্ঠে ধারণ করে /
আমি সাধারণ মানুষ তাই শরীরে জ্বালা ধরে //
তোমার ঠোঁটের রঙে রেঙেছে দেখো দিগন্তের ওই আকাশ /
তোমার শরীরের সুগন্ধ বয়ে আনছে হালকা দখিনা বাতাস //
মন চাইলে খুলে রেখো তোমার মনের ঘরের দো'র /
আবার নাহয় আসুক দুটি মনে নতুন ভোর //
তুমি ভেঙেছো আমার মন, তুমিই ভাঙনদেবী /
তোমার কাছে জমা আছে আমার মনের চাবি //
একটু শুধু খুলে দাও বাতাস লাগুক প্রাণে /
তুমি আজও রয়েছো বসে অধমের এই মনে //-
দূর সম্পর্কই বড্ড মধুর হয়, বিরহে বাঁচে মিলন ঢেউ,
এদিকে,
আপনজনেরাই শিখিয়ে দেয়, আপন বলে হয় না কেউ।-