-
অপরিপূর্ণতায় পরিপূর্ণ তুমি ,
আঘাতে এখনো রক্তের ছাপ ।
অস্থায়ী মানুষ দ্বারা ক্ষত পূরণ নিছক ভুল,
সাফল্যের আগুনে ক্ষত গুলো হোক নির্মূল ।-
তার দেওয়া প্রতিটা আঘাতকেও ভালোবাসো
দেখবে,আঘাত চিহ্নস্বরূপ ক্ষতের দাগ নয়,
ভালোবাসা চিহ্নস্বরূপ তার স্মৃতিচিহ্ন সৃষ্টি করবে......-
চোখের অবাধ্যতায় ঝরেছে শোক,মধ্যরাতের গল্পে মৃত প্রত্যয়
ভালোবাসায় আঁকা রূপকের বৃত্তেও আঘাত টা কেন্দ্রেই হয়।-
শত আঘাতেও,
বুকের ভেতর থমকে গেলো না মন,
সেই মনে আজও থমথমে এক ব্যথা!
আমার বন্ধঘরের অন্ধকারে, কোথাও মেলে না আলো,
আমি আমার খোঁজে-ই তাই রয়েছি নিমগ্ন।
তোমাকে চাওয়ার অজস্র চেষ্টায় দিন যায় শেষ হয়ে,
আমি তোমার চেয়েও বেশি ভালোবাসেছিলাম, তোমাকে পেতে চাওয়ার ওই তেষ্টাটুকু নিয়ে।।-
তোমার সর্বনাশা সংস্কারের আঘাতে আমার অর্বাচীন প্রণয়ের ব্যাপক অঙ্গহানি,
বিক্ষত মনকামরার প্রাচীরে 'তুমি' নামক সংক্রামিত রোগের তীব্র চোখরাঙানি।-
অপেক্ষা শেষে
যা কিছু উচ্ছিষ্ট বেঁচে
তা দিয়েই ঘর বাঁধব..।
ভাঙা আরশির কাঁচ জুড়ে দিয়ে
নিজেকে দেখব, রোজ
একা নয়.. প্রতি টুকরোতে, অনেক!
যতো বার ভাঙে
ততোই বেড়ে চলে আমিত্ব।
ভয় থাকে না জুড়ে নিতে জানলে!
মনখারাপী উদবায়ী..
পড়ে থাকা সব কটা আঘাত কুড়িয়ে
দেওয়াল জুড়ে সাজাব শো'কেসে..
আবেগের চেয়ে জীবন অনেক বড়।
বিশ্বাস নয়, এবার বাঁচব নিঃশ্বাসে!-