আমার হৃদয়ের ভূমিকায় তোমার নামের যুক্তিবলে অনবরত ঝরছে উজ্জ্বল কিরণবর্ষন,
পরবর্তী প্রতিটি ব্যাখ্যায় বিরাজমান থাকবে আমাদের অবিনশ্বর প্রেমের দর্শন।
পরিশেষে যেন তোমার নামের অমৃতাক্ষরে পরিপূর্ণতা পায় আমার জীবনের উপসংহার,
পরজন্মেও শুধুমাত্র আমার জন্য অবারিত রেখো তোমার হৃদয়ের দ্বার।-
ঘন কালো মেঘের ফাঁকে চাঁদ মারে উঁকি
একদিন সকলকে দিয়ে যাবো ফাঁকি।।
সবই হয়েছে বলা তোমায়, কী আর আছে বাকি
জীবনে নাইবা হলে,রবে তুমি মোর যাতনে চির সাথি।।
-
তোমার চোখের ভাষার লালিত্যে যে প্রেম পেয়েছি প্রিয় ,
সে প্রেম কামনা বাসনার উর্ধ্বে অমর উদার সৌন্দর্য ❤-
প্রেমের অমরত্বে তৃপ্তি আসে না প্রিয়
পুণ্য কর্মে ব্রতী হয়ে সকলের হৃদয়ে অক্ষয় হয়ে যেও।-
তোমার সাজের বাহারে থাকতো যদি—
কালো কেশ ছড়ানো কপালে ছোট্ট মেরুন টিপ,
জোড়া ঠোঁটে আলতো টানে গোলাপী লিপস্টিক।
সুললিত সারা শরীর জুড়ে হলুদ-রাঙা জামিনী;
অসাধারণ মানাবে তোমায় সুগন্ধ বিলাসী কামিনী।
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚-
মেয়ে বলেই এতো বাধা....
অবৈধ প্রেম তো কৃষ্ণ ও করেছিল
কিন্তু কলঙ্কিনী কেবলই রাধা।
-
তোমার নয়নে হোক মিলন
সপ্ত বাঁশির সুরে
স্মৃতি চারনে রইবে অমর
যাবে না তো নিভে-
রাতের অন্ধকার আকাশে, তারাদের মাঝে,
এখনো তোমায় খুঁজে বেড়ায় একান্তে..
😒😒😔😔-