ইচ্ছে ফুরিয়ে ক্লান্ত শরীর
দু'নয়নে স্বপ্ন হারিয়ে
বাঁচতে চায় শুধুই একা
ভীষণ একা
-
PALLAB HAZRA
(pallab ki poetry)
9 Followers · 1 Following
জীবন শুধু কত গুলো পৃষ্ঠা কিংবা কত গুলো শব্দ, কখনো বিচার করতে পারবে না ।আমার অনুভূতি গুলো ... read more
Joined 5 December 2018
18 OCT 2019 AT 22:46
3 FEB 2019 AT 9:05
তোমায় তো সর্বদা খুশি থাকতে দেখেছি
আজ তোমায় অভিমানী মুখ তে
বড্ড বেমানান লাগছে-
22 JAN 2019 AT 14:50
আমার স্বপ্ন আমার চোখে
তুই দেখালি
সেই স্বপ্ন, আজ ভেসে বেড়াচ্ছে নয়ন জলে
তোরই কথা ভেবে-
10 JAN 2019 AT 10:57
ডায়েরি তে লেখা কথা
শুধুই স্মৃতি
মনের কথা লেখা হলো না সবটা
যতটা পেয়েছি ব্যথা-
4 JAN 2019 AT 10:12
পথের দিশা আজ পথ খোঁজে
আমি সেই পথের পথিক
পথ খুঁজেই দিশেহারা হই
আমি ক্লান্ত নাবিক-
30 DEC 2018 AT 14:34
আলতো হাতে দেবো ভরে
উষ্ণতার চাদর
যাক বয়ে শীতল হাওয়া
বাঁধবো তবু ঘর-
30 DEC 2018 AT 14:27
তোমার নয়নে হোক মিলন
সপ্ত বাঁশির সুরে
স্মৃতি চারনে রইবে অমর
যাবে না তো নিভে-