তাই মনের কথা রা অনুভূতি বোঝে
ভুলে যাওয়া গান খুঁজে পায় সুর
অব্যক্ত ভাষা পেয়ে যায় কবিতার রূপ
বিশ্ব কবিতা দিবসের শুভেচ্ছা সকলকে 💞-
ITI SAHA
(মন-কলমে ইতি♥)
135 Followers · 52 Following
লিখতে ভালো লাগে তাই লিখি ✌লিখলে মন ভালো থাকে 😍 যা মনে আসে তাই লিখি ॥ ॥ ॥
ভালোলাগে অভিজ... read more
ভালোলাগে অভিজ... read more
Joined 19 May 2019
21 MAR AT 16:39
24 SEP 2024 AT 21:55
বাইরের সৌন্দর্য দেখিয়ে মুগ্ধ করে
ভিতরে গেলে বোঝা যায় পুরোটাই ফাঁপা,
লোক দেখানো এসব দের থেকে থাকবে যত দূরে
জীবনটা হবে তত ভালো।-
10 AUG 2024 AT 21:36
বুকের ভেতর উথাল পাথাল
মায়ের মত বোঝে না কেহ,
তোমার স্পর্শ হৃদ্য় ছুঁয়ে যায়
মা গো, তোমার গভীরতা শত শত ঝড় থামায়।
-
27 JUL 2024 AT 10:50
হে ঈশ্বর রক্ষা করো মোরে
তোমার প্রতি বিশ্বাস রেখে
এ জীবন গড়েছি,
এতো আধার ঘনিয়ে এলো
কবে মিটবে কালো
জীবন অধ্যায় শুরু হয়েই
নেমে এলো ঘোর মেঘ
আলোর বৃষ্টির অপেক্ষায়-
17 JUL 2024 AT 5:46
তুমি এসো সবটা শুনতে
গল্প গুলো জমছে ভীষন
অপেক্ষারা অন্তহীন
ভালোবাসা চির রঙিন।
-
17 JUL 2024 AT 5:41
যে মানুষ সামনে একরকম
আর ভেতরে আর একরকম
এদের মত ভয়ঙ্কর মান - হুস
দুনিয়াতে একটাও নেই-
16 JUN 2024 AT 19:50
তুমি আছো তাই
এক বুক বিশ্বাসের আশ্বাস
তুমি আছো তাই
নিশ্চিন্তে ঘুমোই।
তুমি আছো তাই
আজও ভালো আছি তাই-
21 JAN 2024 AT 20:31
অভিমানী ভালোবাসা
চিরতরে মুছে যাক।
স্মৃতি রেখা জুড়ে থাক
প্রেমভরা মিঠেল হওয়া।
-