-
অবসর নিয়ে আর ভয় নেই,
আজ কলম হয়েছে ডিজিটাল।
আর মস্তিষ্ক যখন সফ্টওয়্যার !
মনকে বলি! এত কিসের হার্ডওয়্যার?-
এবার তবে সময় এনো . . .
দুজনের হাঁটতে যাওয়ার রাস্তা এনো,
আমি'তো প্রতিবার -
প্রতীক্ষায় কাটিয়েছি তোমার ব্যস্ততার বসন্ত প্রিয় . . .
এবার নাহয় আমার জন্যে -
ব্যস্ততাহীন একটু অবসর এনো . . .
-
রোদ্দুরের খোঁজে ব্যাকুল যখন অবসর, ব্যর্থতায় ছোঁয়া পাই শুধুই কুয়াশার।
-
ক্লান্ত জাগ্রত দুটি নয়ন,
নিদ্রাহীনতায় কল্পনা সাজায়।
অবসর প্রাপ্ত একটি জীবন,
এক ঘেঁয়ে কাটেনা সময়।
সাদা কাগজে কাটাকুটি যত,
একটি কবিতাও পায় না পূর্ণতা।
বিষাদ ছুঁয়েছে প্রতিটি কোণে,
বয়সের সাথে বাড়ে মস্তিকের জড়তা।
দায়িত্বেরও হয়েছে অবসান,
নবীন এখন নিয়েছে ভার,
শূণ্য আকাশে দৃষ্টি রেখে ভাবে,
আমার কি আর আছে দরকার?
সব সরলীকরণ হয়েছে সারা,
স্মৃতির ঘরে শুধু সিঁড়ি বাওয়া,
চড়াই উতরাইয়ের হয়েছে অবসান,
উৎসাহ নেই আর এগিয়ে যাওয়ার।।।-
যেভাবে যেদিকে খুশি হেঁটে চলো থেমো না।
থামলেই যে চাপা পড়ে যাবে।
অদ্ভুত এই কর্মব্যস্ততার যুগে আমরা দুজন আলিস্যিকাতর মানুষ বড়োই বেমানান বুঝলে?
এই সেদিনই তো হাঁটতে হাঁটতে থেমেছিলুম একবার
পরক্ষনেই দেখি একরাশ নৈরাশ্যের মধ্যে যাচ্ছি তলিয়ে হাত পা ছুঁড়ে চিৎকার করতে করতে।
তিনদিন তিনরাত সেই অথৈ শূন্যতার কূপে বন্দি থেকে মুক্তি পেয়েছি আমি।
এই শালার সিগারেট ছাড়া পাগল হয়ে যেতুম-আর এক বোতল মদ আগুনের মতো গরম
এই দুইয়ের সান্নিধ্য আমায় বাঁচিয়ে রেখেছে এইসব হঠাৎ ছন্দপতনের হাত থেকে
ওগো , থামলে চলবে না। চলে এসো।।-
জানালার দিকে তাকালে খুঁজে পাই না সেই চেনা শহর,
চোখে পরে একরাশ বিষন্নতা।
মনকে প্রশ্ন করি এ কি সত্য? নাকি নিছকই এক কল্পনা..চেনা অভ্যাসের মাঝে এ যেন এক অচেনা, অসহ্য অবসর।।-