-
হৃদয় নিয়ে তুমি করলে প্রেম প্রেম খেলা......
আমার ভাঙলো হৃদয়, ভালোবাসার আবেশে আজ শেষ হলো বেলা।
প্রয়োজন ছিলনা আমার এমন ভালোবাসার,
যেখানে শুধুই মৃত্যু ঘটে আমার স্বপ্ন আশার।-
তোমার একাকীত্বের জীবন হোক না আজ আমার প্রবেশ
রোজ কাঁদাবো রোজ হাসাবো জড়িয়ে শুধু প্রেমের আবেশ।-
বাহ্যিক দৃষ্টিতে আমার খেলাটাই দেখতে পেলে,
এই "আমি" টার অন্তর জুড়ে যে তোমারই বাস
ক্ষনিকের দ্বন্ধে , কি করে ভুলে গেলে?-
কি আর বলি নতুন করে তোমায় নিয়ে
মালতী নাম নয় তবু যাও ডাক দিয়ে
বিরক্তির মাঝে ও একরাশ দুষ্টুমি করে ,
রাগিয়ে দিয়ে নিজেকে সুপুরুষ মনে করে ,,
যেটা বারন করি সেটাই বলে হাজারবার ,,
যদিও অন্যরকম ছিলে,
হয়তো এখন খেয়াল নাও আমার ,,
সম্পর্কের কোনো নাম নেই জানি
তোমাকেও শুভাকাঙ্খীই মানি
মতের কোনো মিল নেই দুজনের
একটু থেকে কবে অনেকটা হয়েছে খেয়াল নেই তার
সময়ের স্রোতে তুমি হয়ে উঠেছ একজন শুভকাঙ্খী আমার ।
তারকাটা , বলদ , মাথামুন্ডু নেই
ঝগড়া করো সেই
হাজারবার এক ই কথা
অভিযোগ তোমার আমি বেশী কথা বলি অযথা ।
তোমায় চিনতে জানতে এখনো ও অনেকটা বাকি ,,
ভাগ্য কতটা নিয়ে যায় তোমার সাথে দেখি,,
ছেলে হিসেবে খুব ই ভালো তবে দুষ্টুমি তে ভরা
ভালো থাকো অবিরত ,, জানাটা থাক অধরা ।
- সংযুক্তা ঘোষ
-
অজান্তে
******************
দু'চোখে আজ আগুন ঝরে,
সর্বনাশের অঞ্জলি
দ্বন্দ্বে ভরা মনের ঘরে
দাবানলের বনস্থলী,
নষ্ট কথার বিপন্নতায় ৷
বিরহিনীর জোৎস্না রাতে
অঝোর ধারার বৃষ্টিপাতে,
দীঘল দীঘির চোখ ভেসে যায় ৷
সর্বনাশের কোন মোহনায় ?
স্পর্শকাতর কোন সে হাওয়ায়
নিরুদ্দেশে স্রোত ভেসে যায় ৷
অজান্তে, সেই একলা রাতে
দৃষ্টিহারা চোখের সাথে ৷
জোনাক আলোর প্রদীপ জ্বালাই
রাতের ঘরে,দিন খুঁজে যাই !
-
অজান্তের খেলায় কেনো তুমি সাড়া দিলে
আবির্ভূত হয়ে আবেগের বশে আমায় তুমি কেড়ে নিলে?
সময়তো ঠিক চলছিল কেনো তুমি বলছিলে তবে
ইচ্ছে হয়তো ছিলনা তাও হাসাটা বন্ধ করেছিলে শেষ কবে?-
জীবন টাকে যখন খুব কাছে থেকে দেখতে চাই
কাছের মানুষ গুলো থেকে অজান্তে নিজেকে হারাই।-
#অজান্তে
কথার পিঠে কথা
ভেবেছিলাম
কথার মতো কথা হবে
নির্ভার সাবলীল
অযত্নে অজান্তে কবে
কথা হারালো পথ
রুচি আর স্বাদ দিল খুইয়ে!
বিস্বাদ বিষাদ হলো তবে থেকে
বিবর্ণ হলো শহরের ত্বক
যে কথার শুরু চিনিতে ভরপুর
হঠাৎ অজান্তে হলো টক!
-