"ধন-দৌলত" না থাকলেই কি শুধু "গরিব" হয়??
"মনুষ্যত্বের" অভাব হলে কি "গরিব" হয় না??
-
তুমি মানবিকতা, সুহৃদয়তা দেখাবে,অকৃতজ্ঞমানুষ রা মনে করবে এটা তাদের অধিকার।
-
কখনো কোনো সময় উপকারের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা সত্বেও তাদের কু মন্তব্য শুনতে হয়,দুঃখ পেলেও তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে যাওয়া স্বাভাবিক ধর্ম, তাদের উপকার করা সত্বেও তারা কৃতজ্ঞতার অর্থ জানেনা,তাই তারা অতি সহজেই নিজেদের দুর্দিনের উপকারের কথা ভুলে যায়।
-
অকৃতজ্ঞ মানুষরা তোমার উপকারের দাম দেবেনা, বরং স্বার্থ শেষ হয়ে গেলে কিভাবে তোমায় অপদস্ত করা যায় তার চিন্তা ভাবনা করবে।
-
#অসার
জবাবদিহি চাইনি আমি;
জিজ্ঞাসিত হতে চেয়েছিলাম শুধু!
সুযোগসন্ধানী ছিলাম না;
সুযোগ দিয়েছিলাম।
সুবিধাবাদী হতে চাইনি;
সুবিধা দিতে চেয়েছিলাম।
তবু্ও--
সুযোগ তাকেই দেওয়া উচিত যে সুযোগের সদ্ব্যবহার করতে জানে। কোনো অকৃতজ্ঞ বা বেইমানদের নয়। তাইতো যতবারই সুযোগ দেওয়া হোক না কেন যার সুযোগের অপব্যবহারের অভ্যাস সে কোনোদিনই সুযোগের মূল্য বুঝবে না। অপব্যবহারেই বারবার সায় দেবে।
-
চাওয়া যেখানে অন্তহীন,
মানুষ সেখানে ভাবলেশহীন!
শুকরিয়া যেখানে বিস্মৃত,
মানুষ সেখানে অকৃতজ্ঞ!-
গল্পটা তোমাদের,
একদিন এই গল্পের গেইট বানানোর কারিগর ছিলাম আমি,
জং ধরলে রং করতে ডেকে নিও-