আমার ছোট্ট ছানাটি !
পাখির ছানার মতোই
কোন কাজ খুঁজে পায় না।
ক'টা দিন আগেও দেদারসে খেতে চাইতো,
ক্ষিদায় নয়, কোন কিছুই তার আয়ত্বে ছিলো না,
মুখটাই শুধু চালাতে পারতো বলে।
এখন? হাত-পাগুলো একটু একটু শক্ত হচ্ছে।
একটু দাঁড়াতে পারে, একটু হামাগুড়ি দিতে পারে।
বিশ্বাস করো, রাতের নিস্তব্ধতায়
একটুও জেগে থাকতে চায় না।
কিন্তু নির্মল দিনের আলো দেখতে চায়,
বুঝতে চায় সমস্ত পৃথিবীটাকে।
বাবা-মায়ের যাতনা হতে নয়,
বাবা-মার হাতটি ধরে
বুঝে নিতে চায় পৃথিবীটাকে।-
গল্পটা তোমাদের,
একদিন এই গল্পের গেইট বানানোর কারিগর ছিলাম আমি,
জং ধরলে রং করতে ডেকে নিও-
সৃষ্টিকর্তা আমাদের ইচ্ছে পূরণ করলে আমরা খুশি হই কিন্তু তারচেয়ে দ্বিগুণ খুশি হওয়া উচিৎ যদি ইচ্ছে পূরণ না হয়!!! ........ কারণ প্রথমটি ছিলো আমাদের ইচ্ছা, দ্বিতীয়টি সৃষ্টিকর্তার ইচ্ছা
- চাণক্য নীতি-
ঘোড়া যেখান থেকে পানি পান করে, সেখানের পানি পান করুন। ঘোড়া কখনও খারাপ জল পান করে না। বিড়াল যেখানে ঘুমায়, সেখানে আপনার বিছানা পাতুন। বিড়াল কখনও অপবিত্র, নোংরা জায়গায় ঘুমায় না। যে ফল পোকা ছুঁয়েছে তা নির্দিধায় খান। পোকা কখনও বিষাক্ত ফল খায় না। পোকাপ্রাণী মাটিতে যেখানে খনন করে বাস করে, সেখানে গাছ লাগান। ভাল গাছ পাবেন। পাখির সাথে একই সময়ে ঘুমোতে যান এবং পাখির সাথে একই সময়ে জাগ্রত হোন। আপনার সমস্ত দিন স্বর্ণের শস্যে কাটবে। জলে প্রায়শই সাঁতার কাটুন। মাছের মতো আপনি নিজেকে পৃথিবীতে হালকা, ফুরফূরা, সজীব অনুভব করবেন। যতবারই সম্ভব আকাশের দিকে তাকিয়ে থাকুন। আপনার চিন্তাধারা আকাশের মতো উদার, স্বচ্ছ, সুন্দর এবং পরিষ্কার হয়ে উঠবে। অনেক শান্ত থাকার চেষ্টা করুন আর অল্প কথা বলুন। আপনার হৃদয়ে দেখবেন নীরবতা আসবে, আপনার আত্মা ও মন প্রশান্তিতে পূর্ণ হবে। সাথে স্মরণ করুন মহান আল্লাহকে, মানুষ হিসেবে আপনাকে যিনি সৃষ্টির সেরা করেছেন।
© Collected-
এক অদ্ভুত সত্যি
শিরিক, অহংকার, সমালোচনা, অপবাদ, পরচর্চা, অধিকারহরণ করাতে যে অনন্তকালের জন্য বাস্তুহারা হয়ে পড়ছে, মানুষ বুঝতেই পারেনা।-
আমায় ঠকিয়ে যাবি কোথায়!
আল্লাহ রইছে পথে বসে।
ধান খেয়ে মুরগি যাবি কোথায়!
ডিম পাড়বি তো ঘরে বসেই।-
এটাই পৃথিবীর একমাত্র ড্রীমল্যান্ড
যেটা স্বপ্নবাজদের চারণভূমি
এখানে স্বপ্নের চাষ হয়
স্বপ্ন নিয়ে কবিতা হয়
ফেইসবুক আই ডি হয়
স্বপ্নের বাস্তবায়ন হয়
স্বপ্নের বাস্তবায়নের অঙ্গিকার হয়
মিছিল-মিটিং, সমাবেশ হয়
আন্দোলন-সংগ্রাম হয়
আপন মনে করে অন্যের নামে স্বপ্ন দেখা হয়
কারো কারো ঘাড়ে স্বপ্ন চাপিয়ে দেওয়াও হয়
স্বপ্নে সর্বরোগের ঔষধ প্রাপ্ত হয়
স্বপ্নদোষের ঔষধ ফুটপাতে বিক্রয় হয়
উত্তরাধিকার সূত্রে স্বপ্নে স্বপ্নপ্রাপ্ত হয়
টিনের চালে বৃষ্টির শব্দ হয়
রাস্তার গর্তে জনতার স্বপ্নভ্রষ্ট হয়-
জীবনের একাংশ তো পার কইরা নিলেন চিন্তা কইরা সাইরা- ডিম আগে না মুরগি আগে, ডিম আগে না মুরগি আগে"।"
এত্ত লজিকের কাম কি, সোজা বুইঝেন। মা ছাড়া পয়দা হইলে তারে দেখভাল করল কেডা, আপনের দাদী 😜
এক জীবন পার করতাছেন ঘুমাইয়া ঘুমাইয়া।
ভাই, মরার আগ পর্যন্ত বাইচা থাকেন !
ওই বেটা হ্যান কইরেছে, ত্যান করেনাই। সমালোচনা মূল আলোচনা আর কত, চলেন এইবার একটু কাজ-কামে ধ্যান দেই।
ইঞ্জিন ঝিক ঝিক কইরা চইলা যাইবার লাগছে...
"একবার আপনারে চিনতে পারলে রে
যাবে অচেনারে চেনা
যার আপন খবর আপনার রয় না" - লালন-
শাখের উলূতে গৌধুলীবেলা
আজানের ধ্বনিতে সন্ধ্যে এলো
শুনতে কি পাও ঝিঁঝিঁ পোকার ডাক
ব্যাঙের ঘেঙর ঘেঙর!-
একচিলতে ভালোবাসার সাথে
দু'টুকরো স্বপ্ন নিয়ে
হাজির হবো একদিন
মাখখন টাইপ বৃষ্টি মেখে
বার্গার হটডগ কিংবা সেন্ডুইস
যেমন খুশি বানাতে পারো
ভোরের শিশির জল স্নানে
কোন এক শীতের বেলায়
সরিষা ফুল ভেজাবো
খেজুর রসে
উনন জ্বেলো
তপ্ত দুপুর ঘেমে
ধানের শীষে আবির মেখে
পুড়িয়ে নিবো মন
পোড়া মরিচের মতন।-