স্বাধীন-ই যদি হও তুমি-
তবে "কাঁটা" কেন মাঝে?
বাহাত্তরে পড়লে "খোকা"!
এসব কি আর সাজে?
-
ভাঙা চিৎকার কানে আসে খুব,অসংলগ্ন বুকেতে~
ন্যাংটো প্রেমে যবনিকা নামে,বাস্তবতার সুখেতে—
৭২ এর বেকার দেখে,স্বপ্ন পোড়ায় চিতার লাশ...
জীবন শুধু হাসির খোরাক,মুখোশ জানে সহবাস।-
মা যে আমার ভয়ঙ্করী
অশান্ত তার রুপের বাহার
আশীর্বাদে বরাভয় পাই
নারীজন্মের শক্তি আমার
✍️মুন্নী-
আমার প্রেমিকা মিষ্টি ভারি..
দুচোখে মোর স্বপ্ন তারি..
আমার প্রেমিকা শুভ্র নারী..
বেশ লাগে পড়লে শাড়ী..
আমার প্রেমিকা বকেই চলে সারাদিন..
তাই জন্যই হয়না ভালোবাসা ক্ষীণ..
আমার প্রেমিকাকে মানায় কাজল কালো চোখে..
মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি তার অলোখে...
আমার প্রেমিকা ছেড়ে রাখে চুল...
ভালোবেসে তাতে গুঁজে দিই ফুল..
আমার প্রেমিকা ভারি মেজাজি খুব তার রাগ..
তাইতো আমি কখন করিনা প্রেমে ভাগ..
আমার প্রেমিকা দারুন করে কবিতা আবৃতি...
আমি তাকে গল্প শোনায় যাতে থাকে প্রেমপ্রীতি..
আমার প্রেমিকা আমায় ভালোবাসে খুব..
তার প্রেমে সকাল সাঁজে দিই আমি ডুব..
আমার প্রেমিকা চশমা পড়ে কালো তার ফ্রেম..
সব মিলিয়ে দেখলেই তালে নতুন করে জেগে ওঠে প্রেম.
আমার প্রেমিকারর থেকে আমি অনেক কিছু শিখি..
আমার প্রেমিকাকে নায়িকা করে কবিতা লিখি..-
মাদক নয়
পৃথিবীর সবথেকে ক্ষতিকর জিনিষ হলো ঘৃণা
মানুষের প্রতি মানুষের ঘৃনা
-