We plant tree,
Then water it for few days.
And then, we stop doing that, suddenly!
We stop loving that suddenly!
And, we "expect", that will grow!-
Ring me | Ping me @ 9748025594
মন্দবাসার গল্পগুলোয়-
আপেক্ষিকতা তোয়াজে!
তোমার গল্পে শিউলি ফুটূক-
অকালবর্ষণ ছোঁয়াচে।
-
নাবিকেরা জলের গভীরতা মাপতে জানে। তারা জানেনা ফ্যাদম কী হয়! তারা জল মাপে বছরে।
যে নাবিক ফেঁপে ওঠা অতলান্ত দেখেছে, সে জানে জল ঠিক কতটা গভীর, আর ঠিক কতটা গভীরে গেলে নিজের দেখা মেলে। তাই বৃদ্ধ নাবিক শেষ শয্যাতেও বলে ওঠে, "উধর যাইয়েগা মত বাবু। পানি গেহরা হেয়!"
-
This post is for you!
"IT sector is not so good", "People don't have time", "What do you do with your laptop for the whole day?"
If you also tell this to your friends/family members, who are a part of IT industry, yes, this post is for you!
Yes, we overwork, we don't have a work life balance, we do night shifts, we sacrifice our family sometimes just to make sure that the application or the website you are using is absolutely working fine and You don't have any problem. When you go and party with your friends, an IT guy is may be setting the load balancer in the server so that when you come online, you can give a text to your loved ones!
IT is not just the Information Technology, it is the infrastructure technology of the society, world. So, if your friend or family members are completing a draining night shift, just give them a hug, and that is what they want. We work, and for that reason you are reading this post as well. So, yes, this post is for you!-
I will walk away,
Slowly, silently.
And you
Will try to find me -
In the place, where we met
For the first time!
But, will walk away,
From the rain -
That soaked us
For the first time!
You will see,
The smile in my eyes -
Just like I did,
When we met
For the first time!
But, I will walk away,
Slowly, silently-
For the last time!-
বেহিসেবি চিঠির ভাঁজে,
হিসেব কষার পুরনো গান-
মনের স্তরে চলছে খোদাই-
জমছে ধুলো, হচ্ছে ম্লান!-
এইযে হঠাৎ করে তুমি মরে গেলে, সত্যিই মরে গেলে? নাকি, দূরে দাঁড়িয়ে হেঁসে মজা দেখছো? কোত্থাও যাওয়ার তাড়া নেই, কোনো জ্বালা-যন্ত্রনা নেই, যেন বাইরের ঝড় সামলে ভিতরে এসে বসেছ।
যেন নদীর এপার আর ওপার। বৈতরণী পার করলেই হল। যেন এক সঙ্গে হাঁটছি, চলছি, সমস্ত অভ্যেসও বজায় রেখেছি, শুধু দেখা খানি হবে না। আমার শহরে তোমার অবাধ যাতায়াত, তবে তোমার শহরে...
খোঁজ রাখা আর খোঁজ নেওয়া এক মনে হলেও, মাঝখানে বিস্তর ফারাক। তাই সময় থাকতে খোঁজ রাখুন। চলে গেলে না হয়..-
মাঝে মাঝে ভাবনা হয়, ঠিক কতটা রক্ত ঝরলে একটা সম্পর্ক শেষ হয়। আদেও কি সম্পর্ক শেষ হয়? নাকি থেকে যায় আত্মার মতো, দেখা যায় না যদিও, তবুও থাকে। কারণে অকারণে মনের গভীরে হঠাৎ করে উঁকি দিয়ে ওঠে হয়তো তারা। অজান্তেই জানান দিয়ে যায় তাদের উপস্থিতি। কখনো নরম কখনো কঠিন। তার জন্যই হয়তো গাছের পুরনো পাতার জায়গা থেকে আরেকটি পাতা না বেরিয়ে একটু দূর থেকে বেরোয়। যেন বুঝিয়ে দেয়, কেউ না থেকেও থেকে যাবে চিরকাল।
-
You are talking about Mental Health without giving the Mental Peace!
Ayse kayse chalega sahab?
-