না হলে
দেখা, হারিয়ে যায়
মুখ, অচেনায় খুঁজে
ফিরি চেনা কিছু সুখ...!
🍁রি-আ🍁-
27 JAN 2022 AT 19:46
27 JAN 2022 AT 22:09
বিরোধ ছড়িয়ে
ভেঙে যাবে সব।
তখনও বেজে যাবে,
বব ডিলানের ট্যাম্বুরিন-ম্যানের উৎসব।— % &-
27 JAN 2022 AT 22:12
তেলছেটা ব্যাকস্পেস,
অন্ধকারাচ্ছন্ন জড়ানো মায়া
প্রেমিকের বুকে আঁচড়-
নিশির, অযাচিত স্বপ্নের নেশায় ...-
28 JAN 2022 AT 8:00
সুরের আবেশে
রেখে যাই স্মৃতি,
সব কবিতার শেষে
গেয়ে যাই বিদায়ের গীতি ।
💚💛💚💛💚💛💚💛💚-
27 JAN 2022 AT 21:06
জীবন নিয়ে
গল্প লেখা সহজ !
তবে গল্পের মতো
জীবন কাটানো খুব কঠিন ৷৷
-
28 JAN 2022 AT 17:55
সমান্তরাল যাত্রাপথ
গন্তব্যটা একই! অবস্থানটা
তুমি দূরত্বে মাপো,
আমি এককবিন্দুতে মেলাতে দেখি।— % &-
27 JAN 2022 AT 19:12
অভিমানী এফিটাপে,
মেঘ নেমে আসে
বৃষ্টির মিহিদানা চোখের
নদীতে, বাঁধ ভাঙে চুপিসারে। — % &-