QUOTES ON #হাতে

#হাতে quotes

Trending | Latest
29 JUN 2021 AT 17:24

হাতে হাত থেকে যাক

বহুদূর যেতে ইচ্ছে হয়
যে হাতের স্পর্শে
ভালোবাসার অফুরন্ত স্রোত বহমান
যেন অক্লান্ত অনুভূতির আখর
বিশ্বাসের একমাত্র আশ্রয়
তবুও আজ সেই স্পর্শ
অনেক দূরে
ফিরে পেতে চাইলেও
পাওয়া যায় না ।

-


14 DEC 2022 AT 0:33

কেড়ে নিতে না দিলেও তোমার জিনিস কিন্তু অন্যেরই....

-


14 APR 2019 AT 9:35





"হাতে হাত রেখে"-
একে অপরের কাছে-
অঙ্গিকারাবদ্ধ হওয়া--
"সারাজীবন দু'জনে একসাথে পথচলা"
'চোখে চোখ রেখে,
দু'জনে দু'জনের কাছে-
প্রাণখুলে মনের কথা বলা।'
‌‌ Anima Barman.

-


13 APR 2019 AT 11:40

হাতে হাত রেখে করতে কতো আঙুলের খেলা।যেদিন হাত রেখেছিলাম তোমার হাতে সেদিনই নিজেকে সম্প্রদান করেছি। আমার ভাল মন্দ,দুঃখ বেদনার সাথী তুমি।আরও কতো পথ হাতে হাত রেখে পেড়তে হবে আমাদের।তোমার হাত কখনো স্বান্তনার, কখনো আশীর্বাদের, আবার কখনো আদর,ভালোবাসা ও প্রেমের।

-


9 MAR 2020 AT 21:34

তুমি পথ হলে,
আমি সেই পথের পথিক হতে রাজি ❤

-


29 JUL 2018 AT 10:21

27 SEP 2021 AT 19:04

'হাতে হাত' মিলিয়ে লড়বো মোরা,
জীবন যুদ্ধে হবো মোরা জয়ী ।
সব বাধা করবো মোরা পার ,
সাথে আছে মোদের দীব্যত্রয়ী ।।

'হাতে হাত' ✋ রেখে করি পণ ,
বিবাহ বন্ধনে জোট বেঁধেছি মোরা।
জীবন তরী করতে হবে পার ,
লড়াই করে জয়ী হবো মোরা ।।

হাতে হাত মিলিয়ে করে কাজ,
হারি জিতি নাহি কোনো লাজ।
সবে মিলে করে যাব চেষ্টা ,
দেখবো বসে কোথা এর শেষটা।।

-