-
🌞"সূর্যের মতামত"🌦️
মতামত পেশ করেছে সূর্য,
শ্রাবণের ঘন কালো মেঘ
সরিয়ে মাঝে মাঝে দেখা দেবে সেও।
আজ মতামত পেশ করেছে সূর্য,
মেঘ আর বৃষ্টিকে সামনে রেখে,
আমি আড়ালে থেকে প্রকৃতির
চাহিদা মেটাতে আসব আবার ও।
মতামত পেশ করেছে সূর্য,
বলছে, আমি সমস্ত শক্তির উৎস!
আমি যদি চিরতরে লুকায়ে যায়,
পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে খাদ্য
উৎপাদন ব্যাহত হয়ে নিঃস্ব হবে বিশ্ব।।-
মানুষ হয়ে যখন জন্মেছি
সমাজ তো কলঙ্ক দেবেই,
শান্ত, শীতল চাঁদ নই আমি,
কলঙ্ক ভাঙবো, সূর্যের তেজেই ।।
-
হে মনুষ্যজাতি, এ পৃথিবীর বুকে-
তোমরা সবাই এক একটা সূর্য, আগুনের শিখা;
বিরহ, বিষাদ, যন্ত্রণা, আঘাত তোমার নিভন্ত সূর্যটাকে জাগিয়ে তোলে,
আরও বেশি জ্বালায়, পোড়ায়, শক্ত করে তোলে;
লোহাকে পুড়িয়ে, পিটিয়ে, গলিয়ে যে রুপ দেওয়া হয়,
হিরাকে কেটে ছেঁটে ঘষে যে রুপ দেওয়া হয়,
তেমনি রূপান্তর ঘটে, উজ্জ্বল হও আরও-
অতঃপর এ পৃথিবী রক্ষার দায়িত্ব তোমাদের হাতে।
তোমরা কেন মিছে পাও ভয়,
গ্রহণকালে, মেঘের কালো চাদরে, ডিপ্রেশন; আমারও তো হয়।-
গভীর নিশার নীরবতা,
ভালোবাসায় ভরিয়ে দেয়
আমার ভাঙা হৃদয়।
আমি এক ক্যাকটাস অবলম্বন,
করে বেঁচে থাকা লতা গাছ।
যার শরীর ক্ষত, বিক্ষত হয়েছে,
কিছু বিরহী যন্ত্রণার আঁচড়ে।-
সূর্য তখন অস্তগামী মধ্যগগন রাঙা,
জীবন খাতায় লিখবো কি আর, কলমখানি ভাঙা।-
A new beginning of the day
The Sun is a sign of
The reason of all the gay
The Sun is a sign of
A happy beginning
The Sun is a sign of
To do else something-
যদি তৰাৰ দৰে জিলিকিব বিচাৰিছাঁ
তেন্তে তৰাৰ নিচিনাকৈ সূৰ্য্যৰ তাপত
জ্বলিবলৈ শিকা।
-