সাথে একটুকরো সিগ্ধ বাতাস।
মেলে দিয়ে দুই ডানা যাব চলে মেঘেদের পাড়া।
হব যে বাঁধন হারা থাকবে না আর কোনো তাড়া ।
মেঘতরীতে ভাসিয়ে ভেলা মুছব সব দেশের সীমা।
মুক্তির স্বাদ নিতে ঘুরব সারা বিশ্ব জুড়ে বিনা পাসপোর্টে। 😉😉-
চতুর্থ অংশ
সুমিতাদেবী:- হ্যালো কে বলছো?
(অচেনা একটি মেয়ের গলা আসে,রাত্রি)
রাত্রি:- আমি সুমন কে খুঁজছি ।
সুমিতাদেবী:-ওকে কেন ?
রাত্রি:- আসলে ও আমাকে একা রেখে বাড়িতে টাকা আনতে গেছে ।
সুমিতাদেবী:- তা তুমি কে ?
রাত্রি:- আমি সুমন এর বান্ধবী । আমরা খুব ভালো বন্ধু ।
সুমিতাদেবী:- তা তুমি কি জানো ও 11 এ ফেল করেছে ।
রাত্রি:- কিঃ! আমাকে তো জানায় নি ।
সুমিতাদেবী:- তা জানানোর সাহস থাকলে তো জানাবে ।
(এই শুনে রাত্রি ফোন টা কেটে দেয় আর সুমন এর নম্বর block করে দেয়)
(সুমিতাদেবী সকলকে জানায় )
সুমন্তবাবু:-বাঃ বাঃ ।অসাধারণ সুমন। এই জন্যই তোমাকে পড়াশোনা শেখানো হয় যাতে তুমি একটা অপদার্থ তৈরী হয়।
সুমন:- বাবা আসলে.........।
সুমন্তবাবু :- কোনো কথা বলবে না ।
সুমিতাদেবী :- তাহলে এখন কি করণীয়?পড়াশোনা তো আর ওর দ্বারা হলো না ......
সুমন:- না মা ।। আমার ভুল হয়ে গেছে । আর এরকম হবে না । মন দিয়ে পড়াশোনা করবো ।।
আমি আর এমন কিছু করবো না যাতে বাবা কষ্ট পায় আর তুমি কষ্ট পাও ।
আমাকে ক্ষমা করে দাও তোমরা
অলিক sir :- ও যখন কথা দিল তখন একটা last chance দিয়ে দেখুন ।।
( এই বলে অলিক sir চলে যান)
সুমন্তবাবু আর সুমিতাদেবী তাদের ছেলে কে last বার চান্স দেন ।।
5 বছর কেটে গেল
বাকিটা কাল আসবে
-
আবারও দেখা, পাশে বসা জয় হলো আজ ইচ্ছেদের,
আমরা দুজন সঙ্গী হলাম লকডাউনের বিচ্ছেদের...
-
যদি কেবলই লম্বা দাড়ি তে রবিঠাকুর
আর
পূর্নচন্দ্র টাক এ সুমন নির্বাচিত হত...
তবে আর কটি ঘরে অবশিষ্ট গুটিকজন ও তাদের ছোঁয়ার স্বপ্নে মত্ত হতনা।-
বিপ্লব
--------
কারা করে যায় দেশের সর্বনাশ,
জ্বালিয়ে পুড়িয়ে ওড়াই ভস্ম-ছাই...
একশোআটত্রিশ দেখি রোজ কতো লাশ,
সে দৃশ্যের সাক্ষী ইতিহাসই রেখে যায়...
যারা জানেনা খাবারে সেঁকোবিষ কেনো?
কেনই বা জলে মিশেছে আর্সেনিক?
বদলাবেনা দিন; জুটবেনা ভাত-ফ্যানও,
তবু মনে করে পতাকা ধরাই ঠিক...
বিজ্ঞাপনে দেওয়াল ভরে যায় রোজ,
ব্যানারেও দেখি নেতা-নেত্রীদের মুখ...
মিছিলে ফেরেনি যারা;--তাঁদেরও মেলেনি খোঁজ,
বিপ্লবের নাম শুনে তবুও গর্বের ফুলে ওঠে বুক...
পরিবর্তন আসবে ; বিপ্লবও হয়তো আসবে জানি,
বদলাবে রঙ ; বদলাবেনা মুখ-মুখোশ...
বেড়ালের কোনো জাত হয়না জানি,
জুটে যাবে মাছ,---আমরাই থাকবো উপোষ...
সোমনাথ-
খুশী হবার কারন যেমন নেই,
দুঃখিত হবারও নেই অবকাশ।
আকাশেও কখনো আগুন
কখনো শীতের বাতাস।
এভাবেই গড়াবে দিনকাল,
এ দুরাশা না করাই ভালো।
মাঝে মধ্যেই ঘনাবে মেঘ
ধোঁয়াধার সে আঁধার কালো।
মনেরও বদলায় জলবায়ু
পরিস্থিতির গতিক অনুযায়ী।
নিরপেক্ষ থাকাটাই উচিত,
কোনভাবেই না হয়ে প্রভাবিত।-
(সমন জারি)
২৫-০৭-২০২৫
আদালতে আমার নামে করছো সমন জারি,
তোমার প্রেমে আজ আমি,হয়েছি ফেরারি।
ভালোবাসায় যদি হয়,আমার অপরাধ,
বিশ্বাস ছিল তোমার প্রতি,আমার অঘাধ।
তাইতো আমি বিশ্বাস করে,দিয়েছিলাম মন,
ভেবেছিলাম,তুমি যে আমার কত আপন।
পর মানুষে দুঃখ দিলে,দুঃখ মনে হয় না,
আপন মানুষ দুঃখ দিলে,প্রাণে তো আর সয় না।
ভালোবেসে পেলাম আমি,এমন প্রতিদান,
তবুও আমি ভালোবেসে যাবো,যায় যাবে এ প্রাণ।
যা করেছ ভালোই করছো,মনে থাকবে চিরদিন,
দুঃখ কাঁটিয়ে হয়তো,আসবে আমার ও সুদিন।
-
"মৃত্যুর পর পুড়িয়ে দিয়ো আমার সব।"
কিছু সুমনের ঝড়ে গেলেও থাকে সৌরভ।।-