Sumana Saha  
136 Followers · 20 Following

Joined 6 April 2019


Joined 6 April 2019
28 MAR 2021 AT 0:27

এলো আজ ফাগুন বেলা
মনে শুধু রঙের খেলা। 
তোমার জীবনের জলছবিতে
ভরে উঠুক নানা রঙের মেলা।
আবিরের রঙে রাঙ্গুক সবাই
প্রানে লাগুক রঙের ছোঁয়া।
রঙিন হয়ে উঠুক তোমার জীবন
উড়ে যাক সব মলিনতা।

শুভ দোলযাত্রা

-


1 SEP 2020 AT 11:56

বৃষ্টি মাখে তোমার সুবাস
ভিজে শহরের বুকে নিম্নচাপ।
শ্রাবণের অঝোর ধারায়
সোঁদা গন্ধ বাড়ায় প্রেমের ভাব।

-


31 AUG 2020 AT 15:59

ব্যথা জমে ধুলো মাখা আবেগে
হৃদয়ের ভার বাড়ে আবছায়া আলোকে।
কষ্টেরা ঢেকে যায় মিছা মায়ার মলাটে
অশ্রুরা ঝরে পরে বেহিসেবি খেয়ালে।

-


31 AUG 2020 AT 15:40

আমি : ও গোপাল দাদু বাজারের ব্যাগ হাতে সকাল সকাল চললেন কোথায়?
গোপাল : দেখতেই তো পাচ্ছো বাপু বাজারের ব্যাগ হাতে যখন বাজারেই যাচ্ছি।

আমি : ও মা সে কি! বাজারে তো আজ কেউ নেই দাদু।
গোপাল: নেই ।তা গেল কোথায় সব। মানুষের দিন দিন অসচেতন হয়ে যাচ্ছে।
বাজার বিক্রেতা নেই।উফ্ কি দিন কাল পড়ল!
উচ্ছন্নে যাচ্ছে সব।

আমি : আরে আজ তো লকডাউন ভুলে গেছ দেখছি। দেখ তুমি মাস্ক ও পরনি।

-


26 AUG 2020 AT 15:15

বিশ্ব জননীর জন্মদিনে
নত শিরে প্রণামী তোব চরনে।
করুণাময়ী তুমি দয়ার সিন্ধু,
জগতমাতা তুমি পরম বন্ধু।
পথের শিশুরে তুমি করেছ আপন,
সমগ্র বিশ্ব ভূবনও তোমার আপন।
দুঃখীর কষ্টে ব্যাথিত সদা,
অসহায়ের প্রতি সদয় সদা।
অন্ন বস্ত্র বাসস্থান জুগিয়ে তুমি,
স্নেহের কোমল পরশ ছোঁয়াও তুমি।
শান্তি নীড় গড়লে ভূবনে,
হিংসা-দ্বেস ঘুচালে মমতার বলে।
তুমি যে মাতা অনন্য তুমি,
তোমাতেই হল ধন্য এ ধরাভূমি।
-সুমনা

-


21 AUG 2020 AT 18:52

আজ সকাল থেকেই বৃষ্টি
হল নিম্নচাপের সৃষ্টি ।
বৃষ্টি ভরা জানলার কাঁচ
করছে আবছায়ার সৃষ্টি।
অবুঝ মনের ইচ্ছারা
দিচ্ছে আসকারা।
তাই তোমার জন্য গান বেঁধেছি
দিয়ে না বলা শব্দের কথারা।
পাঠিয়ে দিলাম রঙিন খামে
মেঘপিয়নের ঠিকানায়।

-


21 AUG 2020 AT 18:47

হারিয়ে গেছে স্বপ্ন গুলো
সময়ের চোরা স্রোতে ভেসে।
তবুও পদচিহ্ন রেখে যায় হৃদয়ের গহন কোনে।
লাগামহীন অনুভূতির অবাধ্য টানে।

-


21 AUG 2020 AT 18:45

এমন একটা দিন আসুক জীবনের এই খেলায়,
বর্তমানকে ছুটি দিয়ে আবার ফিরব ছেলেবেলায়।
পাখির ডাকে হবে সকাল আদরে কাটবে বেলা,
থাকবে না কোন চিন্তা আর মিথ্যা জালের বেঁড়া।
যাব আবার সবুজ মাঠে সতেজতার গন্ধে,
থাকবে না আর মুঠোফোনটি হরদম আমার সঙ্গে।
বৃষ্টি হলে ভিজব আমি মাটির সোঁদা গন্ধে,
হয়না খেলাম কানমোলা এই দুষ্টমির জন্যে।
ফুলের গন্ধে চারিদিকে প্রজাপতিদের মেলা,
হেসে খেলে ফিরব বাড়ি সেই সন্ধ্যা বেলা।
আনন্দে কাটবে দিন ভীষণ নিত্যনতুন ছন্দে,
ব্যস্ততাকে দূরে ফেলে আবার সবাই এক সঙ্গে।

-


24 JUL 2020 AT 11:02

পূর্ণতার পথে ছোটে
বেগ যতই বাড়তে থাকে
ইচ্ছেরা গুমরে মরে।

-


24 JUL 2020 AT 10:35

চোখের কালো কাজলে
ভরছি তোমায় রঙ্গিল ছোঁয়ায়
যা রং ছিল হৃদয় মাঝারে।

-


Fetching Sumana Saha Quotes