prokash kumar joy  
14 Followers · 5 Following

Joined 9 March 2022


Joined 9 March 2022
9 AUG AT 10:47

স্বচ্ছ শুদ্ধ সুন্দর প্রেমই পবিত্র বন্ধনে বাঁধা পড়ে।
মিলনেই যে বন্ধন তা কিন্তু নয়?
কত বিচ্ছেদের প্রেমই ইতিহাসের পাতায় অমলিন হয়ে আছে পবিত্র বন্ধনে জড়িয়ে।

-


8 AUG AT 21:29

*রাধার বিলোপ*
"প্রকাশ কুমার জয়"
বৃষ্টি ভেজা শ্রাবণ রাত্রি,
বিনা সুতায় মালা গাথি।
সখি সে কি আসবে মোর ঘরে,
ক্ষণে ক্ষণে তাহার কথা মনে পড়ে।
না জানি সে আছে কত সুখে,
আমি যে আছে অনেক দুংখে।
তিলোক চন্দনে সেঁজে বসে থাকি,
রাত্রি দ্বিপ্রহর আর কিছু আছে বাকি।
সখি সে যদি আজ না আসে মোর ঘরে,
তার নামে কলঙ্ক দিয়ে যাব আজ মরে।।
(শুভ রাত্রি)
০৮-০৮-২০২৫

-


5 AUG AT 0:06

ওগো সই কার কাছে মনের কথা কই,
পিরিতি শিখাইয়া বন্ধু ছাইরা গেল কই।
আসার কথা বলে বন্ধু না আসিল ফিরে,
কলঙ্কিনী হয়ে পরে আছি আইয়ানের ঘরে।
আমার সোনার অঙ্গ হইলো কালা,তোমায় ভালোবেসে,
তোমার হাতের বাঁশি বাজাও যখন,আমায় ভালোবেসে।।
(শুভ রাত্রি)
০৪-০৮-২০২৫

-


4 AUG AT 9:49

বড্ড আত্মবিশ্বাসে তোমার কাঁধে মাথা রেখে ছিলাম একদিন?
তোমাকে ভরসা করে আমি অনেক দূর এগিয়ে যেতে চেয়েছিলাম।
কিন্তু?তুমি সেই আত্মবিশ্বাসটা ভেঙ্গে দিলে তোমার সুন্দর অভিনয় দিয়ে।

-


4 AUG AT 5:44

ও ভাই সূর্য,তোমার চোখ দুটো কেন লাল?
নাকি তুমি ঘুমাওনি,কত শত অনন্ত কাল।
তুমি উদ্ধৃত হলেই,তোমার অগ্নিময় রূপের আগুন,
যৌবনে জেগে ওঠে তেজস্ক্রিয়া ময়,কর্মের ফাগুন।
(শুভ সকাল)
০৪-০৮-২০২৫

-


3 AUG AT 23:35

*পাড়ের কড়ি*
"প্রকাশ কুমার জয়"
সময় যে বয়ে যায়,
প্রতীক তুমি বসে একলায়।
তোমার সঙ্গের সাথী যারা,
তোমায় ফেলে গেছে তারা‌
তুমি আপন ভাবছো যাদের,
স্ত্রী পুত্র কন্যা তাদের?
ভেবে দেখো মন কেউ কারো নয়,
শুধু সং সেঁজে ছয় নয়।
সংসারে খেটেছো ভূতের বেগার,
পাড়ের কড়ি আছে কি তোমার?
(শুভ রাত্রি)
০৩-০৮-২০২৫

-


31 JUL AT 22:07

*আমাদের এই গ্রামখানি*
"প্রকাশ কুমার জয়"
শ্রাবণ বারি ধারায় বর্ষার আগমন,
কদম বকুলের গন্ধে ভরেছে মন।
কিশোর কিশোরী নাইতে নামে জলে,
পদ্ম শাপলা ফুঁটেছে চলন বিলে।
আত্রাই নদীর পাড়ে মোদের গাও,
সাহা জিন্দানির মাজার আছে নওগাঁও।
হিন্দু মুসলিম মিলে থাকি বারোমাস,
চলন বিলের মাঝে মোদের বসবাস।
নদীর কূলে কাশবন সাদা মেঘের ভেলা,
জেলেরা মাছ ধরে কেঁটে যায় বেলা।
পালতোলা নৌকায় বুঝি নববধু যায়,
দাড় টেনে মাঝেমল্লা ভাটিয়ালি গান গায়।
সু-শৃংখলে ভরা আমাদের সমাজ,
কৃষক কৃষাণী মিলেমিশে করি কাজ।
সবার দুঃখে দুঃখী হাত বাড়াই সাহায্যে,
সবাই মিলে একসাথে যাই বাণিজ্যে।
যেমন বাংলা মায়ের কিশোরী রানী,
তেমনি আমাদের এই গ্রাম খানি।।
৩১-০৭-২০২৫









-


29 JUL AT 10:44

তোমার হরিণ টানা বাঁকা চোখে,
কি যে গভীর মায়ার বাঁধনে।
আমি হারিয়ে যাই অতল গহবরে,
প্রেমময় মুক্তার সন্ধানে।

-


29 JUL AT 8:25

*দুই পৃথিবী জন্ম আমার*
"প্রকাশ কুমার জয়"
# আমি এক পৃথিবী পাড় করে এসেছি,পবিত্র মাতৃ জঠরে।
আমি তখন ছিলাম পবিত্র নিষ্পাপ,সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ দেবতা।
ঈশ্বর সেদিন দশ হাতে পূজার নৈব্যত্তি সাঁজিয়ে,
আমার আরাধনায় ভোগ নিবেদন করেছিল।
আমার নাকি?মায়াময় এই পৃথিবীতে ভূমিষ্ঠ হতে হবে।
তা না হলে আমি নাকি?মাতৃগর্ভ যন্ত্রণার পাপে পাপী হব।
আমি ভুমিষ্ঠ হলাম মাতৃভূমির গর্ভে,চিৎকার করে উঠলাম।
মাতৃভূমি শ্যামল চাঁদরে জড়িয়ে বুকে তুলে নিল আমায়।
আমার মৃত্যুও মা তোমারই কোলে।।
(সংক্ষেপ্ত---
২৯-০৭-২০২৫



-


28 JUL AT 8:18

"ভেঁজা বৃষ্টিতে শুদ্ধ করা সকাল
সমস্ত আলো গুছিয়ে নিয়ে উদ্ধৃত রবি
দূর্বা ঘাসে শিশির জমা পাত্রে
বরণ ডালা সাজিয়ে রেখেছি
এসো হে আলোর ছেলে সূর্য প্রতিমা।।


-


Fetching prokash kumar joy Quotes