QUOTES ON #সহ্য

#সহ্য quotes

Trending | Latest
23 FEB 2020 AT 23:06

প্রযুক্তির ভিড়ে হারিয়ে যাওয়া গলিপথেরাও জানে বহু রহস্যতীত ইতিহাসের কথা,
ইটের নীচে চাঁপা পরে থাকা ঘাসেরাই জানে গুমরে সহ্য করার ঠিক কতটা ব্যাথা।

-


9 APR 2019 AT 11:47

অতিরিক্ত প্রশ্রয় দিয়েছি বলেই এখন আশ্রয় খুঁজে নিতে হয়।

-


8 APR 2019 AT 21:58

অতিরিক্ত সহ্য করেছি বলেই এখন অসহ্যকর লাগে!

-


5 MAY 2020 AT 10:00

যা হয়তো কাউকে বলা হয়নি
সেই গল্প খুঁজেছে প্রেম, চেয়েছে মুক্তি
হারিয়েছে শত স্বপ্ন
সহ্য করেছে অনেক অপমান
তবুও সে মনের মাঝে ছিল
মনের মাঝেই থাকবে।।

-


9 JUN 2021 AT 9:53

সময় থাকতে কাছের মানুষগুলোকে বোঝার চেষ্টা করুন ,
তাদের মনের কথাগুলো জানার চেষ্টা করুন।
তার মুখে সবসময় হাসি দেখতে পারছেন মানে এই নয় যে,
সে খুব ভালো আছে, তার ভিতরে কোনো দুঃখ- কষ্ট নেই।
যদি এমনটা ভেবে থাকেন সেটাই কিন্তু আপনার সবথেকে বড়ো ভুল হবে।
কারণ সেই মানুষটি যখন প্রতিনিয়ত সবকিছু হাসিমুখে সহ্য করতে করতে
একটা সময় ক্লান্ত হয়ে পড়বে, সহ্য ক্ষমতা হারিয়ে হাসি মুখটা নিয়েই উধাও হয়ে যাবে, তখন কিন্তু হাজার চেষ্টা করলেও তাকে আর ফিরে পাবেন না।
তাই আবারও বলছি , "সময় থাকতে কাছের মানুষগুলোকে বোঝার চেষ্টা করুন "।

-


24 FEB 2020 AT 8:34

নীরব হয়েই নিজেই গুমরে মারি এ ব্যাথা যায় না কাউকে বলা,
তাই সব ব্যাথাকে সঙ্গে করে তবুও একাকী পথ চলা।

-


23 DEC 2021 AT 16:26

কথাতেই আছে যে,
" সবকিছু সহ্য করারও একটা সীমা থাকে "।
কিন্তু একটা কথা জানো তো,
কখনও কখনও সেই সীমাতে পৌঁছেও
সবকিছু মুখ বুজে সহ্য করে
আবার সামনের দিকে এগিয়ে চলতে হয়,
এরই নাম হয়তো জীবন।।

-


27 NOV 2020 AT 1:22

Hi "Mistypuchi" ki korchi...........
....hmm "Mistysunu"

-


9 OCT 2020 AT 23:14

দরকারের প্রয়োজনীতা একটা সত্ত্বা ,
ত্যাগ যার রক্তে ,, মহান সে কী নয় ?
এতটা উদার ,এতটা ভালো তুই , মাঝে মাঝে ভয় হয়।
সাহায্যের হাত বরাবর এগিয়ে থাকে ,,
শত্রু হোক বা বন্ধু এই ডাকে সাহায্য করে সবাইকে ।
ভুলে যাওয়া মানুষের ধর্ম, জানি তা
অবাক হয় এটা দেখে তুই তাদের ওপর রাগ করিস না আযথা ,,
সহ্যশক্তির অসমীতায় জয়ী সবসময় ।
উপকার পেয়ে দুদিনে ভুলে যাওয়া মানুষগুলো আবার ও যদি আসে ,,
তুই আবারোও উপকার করিস তাদের ভালোবেসে ,,
আচ্ছা এতটা ভালো ও কেউ হয় ??
অসমীতা যার গুন ,, ত্যাগ যার বিশ্বাস ,, সহ্যশক্তি ও সাহ্যায্য যার রক্তে ,,
যে সাহায্য করে কোনো আশ্বাস ছাড়াই ,,
হ্যা "আকাশ" তারে কয় 🙂💙
_ Sanjukta Ghosh

-



তোমায় আমি সহ্য করি কেন জানো?
একদিন ঠিক বুঝবে আমায়।
হাজার আঘাত দিয়ে ঘুমোতে চাইবে বুকে,
ক্লান্ত হয়ে খুঁজবে আমায়!

-