হাতড়ে যখন, অতীত খুঁড়ি
শূণ্য হয় বুক !
এ জগতে সরল হওয়া ....
সত্যিই অহেতুক ।-
থাকলে আকাশ মেঘের দলে
সুন্দর লাগে ভারী,
পুলকিত মন, অঝর শ্রাবণ
সাথে শ্বেত বলাকার সারি।
ঝাপসা মাঠের এদিক ওদিক
সহজে যায়না দেখা,
সুখের বিরহে এপারে প্রেমিকা;
আর ওপারে প্রেমিক একা!
আমিও একা গৃহের কক্ষে,
নিয়ে বক্ষে একাকীত্ব;
পেন-ডাইরির রোমাঞ্চন্বেষে
শরীরে লাগাই শৈত্য?
-
সরলতা বোকামি নয়, তারা পৃথিবী ও জীব জগতের অমূল্য সম্পদ, যারা এই অমূল্য সম্পদের মূল্যায়ন করতে পারেনা,তারা একপ্রকার মূর্খ,একটা সরল মানুষকে বিভ্রান্ত করা,বারবার তাকে উপহাস্য করা, তার সরল বিশ্বাস ভরা ভালোবাসাকে অবহেলা করা কোনো বাহাদুরী নয়,এটা তাদের মনে রাখা উচিত যে বারবার না হলেও, তারাও জীবনের কোনো এক মূল্যবান মুহূর্তে উপহাস্যের পাত্র বা পাত্রী হতে পারে।
-
নিজের সরলতা নিজের মধ্যে থাক,যারা বোঝার না তারা গ্রাম, শহরের কথা,অল্পবিদ্যা, অধিক বিদ্যা, আধুনিকতার কথা বলে তোমায় ছোটো করবে, সরলতার উপহাস করবে, তোমার আচার আচরণে সরলতা রাখো,কিন্তু অবুঝদের বোঝাতে যেওনা।
-
ভালবাসা মানে "ভাল থেকো" নয়,
ভালবাসা মানে হলো "ভাল রাখবো"!
ভালবাসা হলো ভাল রাখার দায়িত্ব,
সারাজীবন তাকে নিজের করে রাখার আয়োজন!
ভালবাসা মানে কোনো অজুহাতেই নিজের দায়িত্ব অন্য কাউকে দেওয়া নয়,
বরং ভালো রাখতে পারবোনা ভাবাটা পাপ সেখানে!-
যে কথা অন্তরে আঘাত করে সে কথা বারবার কোরে বলাটা কি অপরাধ নয়,
তবুওআঘাত কোরে কথা বলা কিছু মানুষের স্বভাব হয়, বিবেকবিহীন মানুষের কাছে এতো সামান্য কথা,
অভিমানী ব্যক্তির কাছে যা অন্তরের ব্যথা,
বিদ্রুপের হাসিতে ব্যঙ্গ করা যাদের স্বভাব,
তাদের বিরুদ্ধে কি লড়াই করবে আর?
তার থেকে যার যেমন স্বভাব তা নিয়েই থাকুক,
দুঃখ কষ্টকে বর্জিত কোরে সরল বিশ্বাসী মানুষ সরল বিশ্বাসে বেঁচে থাকুক।-
অজস্র কথা বলা মানুষ গুলোর মধ্যে সরলতা থাকে, কিন্তু কথার মাঝে ঠিক ভুল বুঝতে পারেনা বোলে তারা অন্যের চোখে মূল্যহীন হয়ে যায়।
-
তোমার ভাবনারা যদি একে একে স্বার্থমুক্তির দ্বারা প্রভাবিত হয়, তবে জানবে তুমি সুখী মানুষ, সরলসিদ্ধ মানুষ।
-
অভিনয়ের মঞ্চে তুমি, সর্বদা প্রথম স্থানাধিকারি
মুখ তোমার যতটা সরল তুমি আসলে ততটাই জটিল!
স্বার্থ ছাড়া এক পা চলেনা, তুমি আবার বিচার করো?
মনে সর্বদা ফন্দি আঁটো, তুমি তো স্বভাবে কুটিল।
-
দূরত্ব বজায় রাখতে,
আমার ভেসে যাওয়া দেখেছ,
বেলাশেষের সরল অঙ্কের ডুব,
একই লড়াই তুমি আমি,
ঘুরে দাঁড়ানো হয়নি,
শেষ চুমু খেতে।
@দীপ@-