মেতে উঠতে আমি বড্ড ভালোবাসি।
আমার কাছে গান মানে–
মন খারাপে গান, মনের আনন্দে গান,
প্রেমে গান, প্রেম নিবেদনে গান, ভালোবাসায় গান,
আভিমানে গান, বিরহে গান, অভিসারে গান,
নৃত্যে গান, বন্ধুত্বে গান, একাকীত্বে গান,
প্রকৃতির শোভার মুগ্ধতায় গান,
নিদ্রাচ্ছন্নে গান, মৃত্যু আহ্বানে গান।
আমার কাছে গান মানে–
সকল রোগের ঔষধ।
আমার কাছে গান মানে–
সকল পরিস্থিতিতে নিজেকে সামলে নেওয়ার ক্ষমতা।
'গান ছাড়া আমি অসম্পূর্ণ!'-
21 JUN 2020 AT 18:07
22 JUN 2023 AT 0:40
আঁধার রাতের চাঁদ তুমি
আমাদের সবার আলো,
মনমরা করে থাকলে তুমি
কেমনে আমরা থাকবো ভালো?-
21 JUN 2023 AT 19:17
আমার মন খারাপের সঙ্গী রে তুই
মন ভালো থাকলে তোকে চাই না
সবার সাথে থাকতে চাইলেও
আসলে কেউ তো আমায় চাই না!!!-
9 JUN 2020 AT 23:08
বাসতে বাসতে ভালো- তোমারি দু হাতে গেছি মরে,
আবার এসেছি ফিরে- নেভা নেভা ছায়াপথ ধরে।
খুঁজেছি তোমার মুখ -সমস্ত উপকথা খুলে,
রাজকু-মারীর মায়া পৃথিবী যায়নি আজও ভুলে।
না না কিচ্ছু চায় নি আমি-আজীবন ভালোবাসা ছাড়া,
আমিও তাদেরই দলে- বার বার মরে যায় যারা,,
-অনির্বান ভট্টাচার্য্য
লাইন গুলো ভীষন প্রিয় আমার,তাই তুলে ধরলাম একটু খানি।
-