যে তোমার নিরবতার ভাষা বুঝে না,
সে তোমার চিৎকারের ভাষাও বুঝবে না,😔-
এই রোদে স্মৃতি মেখে রাগ করে থাকি দাড়িয়ে ,
আবেগের মূল্য কেউ দেয়না তীক্ষ্ণ বাস্তবকে সরিয়ে ।
মনে ধরে অন্য ভাবনা ভালোবাসা তে হয় খটকা
প্রতিক্ষনে ইচ্ছে করে রূপকথার গল্পে যাই হারিয়ে ।-
তোমায় খুঁজি বারবার
বিরহ ব্যথার করাল গ্রাসে
মন হয়ে গেছে ছারখার
ভাবছি বসে তোমার কথাই
আসবে কবে আমার কাছে?
অনেক কিছু পাল্টে গেলেও
ভালোবাসা আজও বুকে বাজে-
করোনার জন্য মহালয়া ও
বিশ্বকর্মা পুজার ও কোনো
আনন্দ নেই, চারিদিক যেন
চুপচাপ,এই করোনা গব্বর সিং
আমাদের আনন্দ সব মাটি
করে দিলো।-
বৃষ্টি তোমার নামটি খুব মিষ্টি
তুমি প্রকৃতির অপরূপ সৃষ্টি
শুভ দুপুর বন্ধুরা-
শুভ দুপুর
বৃষ্টি পড়ছে
টাপুর টুপুর
মন হচ্ছে উদাস
ঘরে বসে বসে
করছি হাস ফাস।-
মৃত্যু যদি উপহাস করে রোজ,আশ্রয় দেবে কে?
জীবন মানে বুঝি যাকে,আদৌ জানে কি সে??-
পৃথিবী তুমি উঠো, তাড়াতাড়ি সেরে,
লাগেনা ভালো, থাকতে আর ঘরে!
নতুন দিন আবার, আসুক ফিরে,
মুছে যাক দুঃখ, চিরতরে!-
দুপুর কথা
*----------*
ক্লান্ত দুপুর---
মনে পড়ে কত কথা--
সেই ছোট্টবেলা-না ঘুমুলে মায়ের বকুনি,
তারপররের দুপুরগুলো কেটেছে স্কুলে ।।
সেই দিনগুলো তো জীবনের সেরা সময় ।
বন্ধুদের সাথে ছোটাছুটি ।
আজ নিজের নিয়মে বয়ে চলে দুপুরগুলো,
মনে করিয়ে দেয়, যা গেছে চলে-
আর তারা ফিরবে না ।।
"শুভ দুপুর "-