সব মানুষই একলা ভীষণ...
মনের মধ্যে শান্তি কই ?
সব দুরত্ব কমিয়ে দিয়ে...
চলোনা সবাই বন্ধু হই ।।-
একমুঠো বসন্ত প্রেম...
বুকে ব্যথা নিয়ে আছে জেগে ।
মনের রং আজও রঙিন...
তুমি নামের স্যাঁতসেতে আবেগে ।।-
কোথায় সবাই হারিয়ে গেছে...
হারিয়েছে শৈশবের সেই সময় ।
ব্যস্ততার ভিড়ে আজ সবাই অচেনা...
বন্ধুত্ব মনে হয় শুধু শৈশবেতেই হয় ।।-
হার জিত তো খেলার অঙ্গ...
তবু লড়াই করবে দুই দল ।
আমাদের তো জিতবে আবেগ...
আর জিতবে আমাদের ফুটবল ।।-
তুমি ছিলে তাই...
বিপক্ষের অহঙ্কার মাটিতে মিশেছে ।
তুমি ছিলে তাই...
নতুন প্রজন্ম,অনেক কিছু শিখেছে ।।
তুমি ছিলে তাই...
হারা ম্যাচও আমরা জিতেছি ।
তুমি ছিলে তাই...
বিশ্বকাপ দেশের মাটিতে দেখেছি ।।
তুমি ছিলে তাই...
আমাদের অনেক স্বপ্ন পূরণ করেছো ।
তুমি ছিলে তাই...
নিজের সেরাটা দিয়ে দেশের জন্য লড়েছো ।
আজ তুমি বিশ্রামে...
মনে রাখবো আমরা তোমার অবদান ।
তুমি অনেক ভালো থেকো...
ভালোবাসা শুভেচ্ছা আর রইলো সন্মান ।।-
জীবনে সুখী হতে হলে...
সাথে সঠিক "মানুষ" এর প্রয়োজন ।।
সঠিক মানুষ না চিনলে...
বৃথাই সম্পর্কের সব আয়োজন ।।-
স্তব্ধ হোক এই মহামারী...
থামুক এই মৃত্যুর মিছিল ।
সুস্থ হোক আবার পৃথিবী...
ভেঙে মানুষের দূরত্বের পাঁচিল ।।
শোক গুলো সব মুছে ফেলে...
মানুষ হাসুক প্রাণ ভরে ।
সুস্থ হোক আবার পৃথিবী...
রোগমুক্ত সমাজ গড়ে ।।
-
একটা প্রেম হোক...
মৃত্যু আসার আগে ।
একটা মৃত্যু হোক...
প্রেম চলে যাওয়ার আগে ।।-