আমাদের মাতৃভাষা বাংলা ভাষা
একথাটা আমরা সবাই জানি কিন্তু কতজন মন থেকে মানি।
আমি বাংলা ভাষাতেই কথা বলি
নিজের মাথা উঁচু করে চলি।
বাংলা ভাষা মোদের সু মিষ্টি ভাষা
বিদেশি ভাষাই হল সর্বনাশা।
বাংলা ভাষাতেই তৈরী বাংলা গান
সে গান শুনলে ভরে মোর প্রাণ ।
বাংলা ভাষাই হল মোদের গৌরব
বাংলাতেই পাই আমি খুঁজে সৌরভ।
আমার গৌরব আমিই বাঙালি
দিও না কেউ বাংলা ভাষায় কালি।
বাংলা ভাষা মায়ের মতো আগলে রাখে আমায়
আজ একুশে ফেব্রুয়ারি আমরা ভুলব না তোমায়।-
সুরের সম্রাজ্ঞী তুমি
তোমার সুরে সুরে
বিশ্ববাসীর মন ভরে।
প্রয়াত হলেন সকালে
তোমায় আমরা ভুলব না
মনেতে রাখবো চিরকালে।
যাবার বেলায় ভাঙল বীনার ঘর
লতাজীকে নিয়ে গেলেন স্বয়ং ঈশ্বর।
-
উঠে দেখি নতুন প্রভাত
আজ প্রজাতন্ত্র দিবস
রাস্তায় রাস্তায় ধ্বনিত হচ্ছে
জয় হিন্দ জয় ভারত।
-
বিদ্যাসাগর তুমি বাঙালির সন্মান
২০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে
তোমাকে জানাই আমার প্রনাম।-
আমি একটা নতুন প্ল্যাটফর্ম পেয়েছি
এখানে আমি আমার সুখ, দুঃখ,
এমনকি গোপন প্রেমের কথা শেয়ার
করতে পারি। এখানে আমি অনেক ভালো বন্ধু পেয়েছি,এখন আর একা
একা লাগে না, সব সময় তোমাকে
পাশে চাই প্রিয় ইয়োরকোট, সত্যি
আমি ধন্য এই প্ল্যাটফর্ম এ এসে।
শুভ জন্মদিন ইয়োরকোট।-
আজ সকাল থেকেই বানানো চলছে পুলিপিঠে, ভাপাপিঠে পিঠের হাজার নাম
সব রকমের পিঠে নিয়ে ঠাকুমা চললো
গঙ্গাসাগর ধাম।
যতই থাক শীতের কনকনে ঠাণ্ডা
গঙ্গা স্নানের পর খেতেই হবে পিঠে পুলি ও মন্ডা।-
বাঁচতে চাই আমি ,সুস্থ ভাবে বাঁচতে চাই
পরিবারের সদস্যদের সঙ্গে হাসিখুশি থাকতে চাই।-
এসো একবার তোমাকে
আমি দুচোখ ভরে দেখি,
হয়তো এই দেখা আমাদের
শেষ দেখা, তাই তো আমি
তোমার নাম হৃদয়েতে লিখি।
-