QUOTES ON #মায়াময়

#মায়াময় quotes

Trending | Latest
17 AUG 2020 AT 20:20

কৃষ্ণা দ্বাদশীর ভাতখাওয়া জ্যোৎস্নায়-
আমার মনের মানস সরোবরে,
নাইতে নেমেছিল রূপকথার মেঘবালিকারা।
স্বপ্নালু কীটের মধুর দংশনে,
তন্দ্রা গড়িয়ে আসে দুচোখ বেয়ে।
ওগো কায়াহীন ছায়া-
আরো কিছুক্ষণ বাস করো,
আমার নিকোটিনে মোড়া শরীর জুড়ে।
বিষের স্রোত বয়ে চলে শিরা-উপশিরায়,
মানুষ-গিরগিটিতে করে অসম প্রতিযোগিতা।
বুকভাঙ্গা জলেও এগিয়ে আসছে-
হিংস্র শ্বাপদ শিকারের উদ্দেশ্য।
জীবন-জীবিকার অস্তিত্বের চিরন্তন সংগ্ৰাম।
অনুভূতি ছেদো প্রেম উদ্বায়ী বুদবুদ,
সত্যান্বেষী হবার বৃথা চেষ্টা।
এই তো বেশ ভালো আছি,
রঙীন রোদচশমা এঁটে পৃথিবীটাকে মনে হয় কত সুন্দর।
যন্ত্রনার পাহাড়ে হৃদয় চুরমার,
প্রতিশ্রুতি বক্তৃতার ঢক্কানিনাদের চিৎকার।
সার্কাসের জোকার
কিংবা খিদের জ্বালায় দড়িতে কেরামতি দেখানো ছোট্ট মেয়েটা-
নষ্ট করে দেয় আমার বহু কষ্টে জমানো মোহময়তা;
বাস্তবের আগুনে ঘর্মাক্ত হয়ে নেমে পড়ি-
বেঁচে থাকার অভিনয়ে।



-


25 JUN 2021 AT 13:35




#মায়াময়
& & & & & & &
(লেখাটা ক্যাপশনে)

-


13 MAY 2020 AT 15:52

অশ্ৰু তুমি নিগৰিবলৈ নিদিবা,
জীৱন নাটৰ শেষ ৰাগিনী কেতিয়া আহিব
আহিব কেতিয়া..….....
মাথো দিন গৈছে আহিছে ৰাতি ,
প্ৰতিটো ৰজনীয়েই যেন এক অভিশপ্ত ।
চিলিংৰ ফাঁকে ফাঁকে অহা ৰ'দালি ৰ হেঙুলী পোহৰ জাকে লৈ আনে এক নতুন জীৱনৰ সূচনা।
অভিশপ্ত আউসীৰ পোহৰ বিলোৱা জোনাকী পৰুৱা বোৰক দেখিলে কোনো জনমৰ আপোন যেন লাগে।
উজাগৰি নিশাবোৰত শান্তিৰ প্ৰজা টোকো অশৰীৰী আত্মাৰ আবাসস্থলী যেন লাগে,
ৰুদ্ধ দুৱাৰৰ ভিতৰৰ যেন বন্দী কয়দী মই।
ক'ত পাম বিচাৰি শান্তিৰ পথ.........
যাক পোৱাতো মোৰ বাবে যেন এতিয়া আউসীত জোনাক বিচৰাৰ দৰে।।।

-







মায়াময়
তোমার দৃষ্টি
কাছে ডাকে আমায়।।

জয়ীতা

-


29 SEP 2024 AT 7:13

মায়াময় এ বিশ্ব সংসারে সব‌ই মায়ার খেলা,
এই মায়ার বাঁধন ছিন্ন করতে না পেরে, কত মা শত অত্যাচার সহ্য করেও পড়ে থাকে স্বামীর সংসারে।শত কষ্ট সহ্য করে, সন্তানের মুখে আহার তুলে দেওয়ার জন্য। কখনও কখনও বিপথে যেতেও পিছুপা হন না।নিজে কষ্টের হলাহল পান করে সন্তানকে অমৃত সুধা বর্ষণ করেন।

-