Madhuri Sarkar  
995 Followers · 17 Following

Joined 27 December 2021


Joined 27 December 2021
18 AUG AT 17:29

ভোরের হাওয়া মিঠে ভারী 

মনকে করে শান্ত,

প্রথম প্রেম মিষ্টি ভীষণ 

মনে জাগায় আনন্দ।

-


15 AUG AT 5:54

ওই ওই ওড়ে দেখো
তিন রঙা পতাকা।
পতাকার মাঝে দেখো
প্রগতির চিহ্ন আঁকা।
ত্যাগ -শান্তি-তারুণ্যের
রয়েছে সমাবেশ,
মোদের হৃদয়ে আছে
ভালোবাসার রেশ।

-


3 AUG AT 16:50

বন্ধু তোমায় অনুভবে পাশে পাই,
কালের নিয়মে চলে গেছি যে যার শ্বশুরালয়ে,
সংসার জীবনে ব্যস্ত সবাই স্বামী সন্তান নিয়ে।
পারিনা নিতে কেউ কারো খবর ক্ষণে ক্ষণে ,
কিন্তু ভালোবাসার স্রোত বয়ে যায় এখনো এই মনে।
কত স্মৃতি আছে ধরা হৃদয়ের অ্যালবা‌মে।
কেমন ভুলবো বন্ধু তোমায় এজনমে।

-


3 AUG AT 16:30

বন্ধু মানে
বন্ধু মানে নিঃস্বার্থ ভালোবাসা,
মন খুলে কথা বলার জায়গা,
একে অপরের দুঃখে সুখে পাশে থাকা,
সৎ পরামর্শ দাতা,
ব্যস্ততার মাঝে যোগাযোগ না থাকলেও
হৃদয় মাঝে তার উপস্থিতি টের পাওয়া।

-


23 JUL AT 20:04

রমেন, সৌমেন দুই ভাই।
রমেন ভালো, সৌমেন বাউন্ডুলে খ্যাতি পায়।
রমেন গেল বিদেশে চলে, বাউন্ডুলে সৌমেন ভ্যান টেনে মা বাবার দায়িত্ব সামলায়।

-


23 JUL AT 15:23

প্রজাপতি মন যাক না উড়ে ,
ফুল বাগানে ফুলে ফুলে।
ফুলের রেণু মেখে গায়ে
বেড়াক উড়ে প্রিয়ার পাশে।
বদ্ধ ওই ঘরের মাঝে,
মনটা যে হাঁসফাঁস করে।
রঙিন ফুলের রং বাহারে
রঙের ছটা লাগুক মনে।
নিজের মনের যত্নটা যে
নিজেকেই নিতে হবে।

-


22 JUL AT 9:27

গোপন রাগে কষ্ট বাড়ে
গোপন রাগে ভালোবাসা কমে
দূরত্ব বাড়ে
সম্পর্কে চিড় ধরে।
আবেগ গুলো হারিয়ে গিয়ে
হৃদয় জুড়ে বিষের চোরা স্রোত
ব‌ইতে শুরু করে ।
ধীরে ধীরে সম্পর্কের বাঁধন
ছিন্ন হয়ে যায়।

-


18 JUN AT 8:37

দহন জ্বালা জুড়িয়ে দিয়ে
আষাঢ় এলো শহর জুড়ে।
বৃক্ষ কুল সতেজ হলো,
নব জলধারা আস্বাদনে।

-


18 MAY AT 16:08

নিজের কষ্ট দুঃখকে রাখতে হয় আড়াল করে,
না হলে কথার আঘাতে ক্ষত বিক্ষত হতে হবে বারে বারে ।

-


18 MAY AT 15:55

নামহীন অভিমানে ভেঙে যায় কত ঘর
ছিন্ন হয় কত ভালোবাসার বাঁধন।
জীবন্ত লাশ হয়ে বাঁচে কত প্রাণ,
কেউবা আবার আপন করে নেয় মৃত্যুকে।
কত শিশু বাঁচে বাবা বা মায়ের আদর ছাড়া,
শৈশব কাটে অবহেলায়,
কার‌ও বা ঠাঁই হয় হোস্টেলে।
এক সীমাহীন কষ্ট দুমড়েমুচড়ে দলা করে দেয় ছোট্ট হৃদয়টাকে।
এই অসহনীয় কষ্টের বোঝা ব‌ইতে ব‌ইতে
কেউবা মানসিক ভাবে হয় বিপর্যস্ত।

-


Fetching Madhuri Sarkar Quotes