জয়ীতা চক্রবর্তী আচার্য   (আসাম)
75 Followers · 23 Following

Joined 5 December 2019


Joined 5 December 2019

যদি না পিছু ডাকে
এক অবিমিশ্র প্রেক্ষাপট
গোলার্ধের টানে আমি ভেসে যাই
মেঘের সন্ন্যাসে,দূরত্বের অষ্টপ্রহর
ছুঁয়ে থাকি,অনন্ত
এ কোন সময়.
শ্মশানে হাঁড়ি পাতিলের সজ্জা।।
তর্জনীর ছোঁয়ায়,
শীর্ণ শব্দগুলো
সময়ের দ্বারা,আঘাতপ্রাপ্ত।।

জয়ীতা

-



বইতে থাকা অক্লান্ত বাতাস
বিরহ আকাশ ছুঁয়ে ফেলে।।

লোপ পায় অনন্ত সন্ধানে
এই 'জ্যামিতিক পন্থা’।

একটা দীর্ঘশ্বাস
– মন্তব্য করি
গল্প জুড়ে বসি
পাথরের বুক চিরে উঠে আসে
কালের প্রতিধ্বনি।

শয্যাশায়ী সকল অঙ্গ,,,,বদল আসে জীবনে।
ছায়াপথে আজ ভাসা ভাসা দিন
মাটিকে আঁকড়ে..একটা নেশার ঘোর।

এই সুন্দর দিনে
আর ব্যথাগুলোর শেষ নেই।
যদিও, গাছটা ঠায় দাঁড়িয়ে
এবং স্মৃতিগুলো কোথাও হারিয়ে গেছে।।

জয়ীতা



-



সব কিছু ছাড়িয়ে
অনেক দূর
নিশ্চিন্ত
অধ্যায়ে
তৈরি হয় সময়ের গোলকধাঁধা।।

একজন অপরিচিত দাঁড়িয়ে
আঁকা একটা নোঙর
অপ্রস্তুত অবস্থা
আলো-আঁধারিতেই
অকারণে পরিচিতি স্বপ্নই
সম্ভাবনা শূন্য..জ্যোৎস্না লুটিয়ে পড়ে নদী চরে।।


জয়ীতা


-



ভাবুক মন ….
সেই একেই আমনিলগা …
গোটেই পৃথিৱীখন সাৰ পাই থাকে
নদীৰ একাষত..ভাঁহি উঠে
গোটেই জীৱন জুৰি
এক কল্পনাবিহীন সপোন।।

সময়ৰ কোবাল সোঁতত
অস্তিত্বৰ ভাবুকি ..
সপোনৰ পদূলিত মৌন
ক্রুদ্ধ এটি প্রতিবাদ।

জয়ীতা



-



কুমলীয়া পাতবোৰ
দেহৰ ভাঁজে ভাঁজে
অভিমানৰ প্ৰাচীৰ ভাঙি
কেইটিমান মুহুৰ্তৰ ভিতৰতে
মৰম যাচি..হাজাৰ সপোন দেখিছে।।

সন্ধিয়াৰ আকাশখন ম্লান হৈ পৰিছে ….

জয়ীতা

-



মেঘলা মন .. বিষাদের ছায়া আলোহীন পটে।।
আমি স্পষ্ট দেখি,মূর্তিমান ছাঁচের আদলে
জীবন্ত শব।।

বৃষ্টি ভেজা বিকেল।। চুপকথার চাঁদ।
জীবন্ত মাছ।। শুধু, বোঝাপড়ার ফাঁকে "মেঘলা মন"।।


জয়ীতা

-



পাখিগুলো এবার উড়ে গেল,স্মৃতি লিখে রাখা হয়নি।। হাতছানি দেয়,কালো মেঘ ।।
তবু থাকে জেগে শুধু স্মৃতি।। জীবন যেখানে প্রশ্ন ছুঁড়েছে, অসহায় কষ্টের জীবনে।।

সব ভেঙ্গে যাওয়ার শেষে,গড়িয়ে পড়ছে বীজ।
আশ্চর্য জ্যোতি! খামখেয়ালী, শূন্য শব্দময়
ঘরে, ঈশ্বরের শেষ ক্ষমা.. মৃতদেহ পড়ে থাকে।

জেগে উঠছে রোজ প্রাণহীন শরীর। কথার ভারে থেমে আছে, আদিম কান্না।। স্মৃতি-বিস্মৃতির ফাঁকে,অবাঞ্চিত অনন্ত মুহূর্ত।।

কী বলতে চাও? আর আর কত দূর বাকি!
খোলা-রাস্তা, ভোর হয়ে এল। বৃত্তের ভেতরে ফিরে আসি । শূন্য মুষ্টি ।। সমস্ত ক্ষত বিন্দু বিন্দু ঝরে যায় জলে।
প্রবল ঝড়ের মধ্যে ঠিক মতো দাঁড়িয়ে..
পেতেছে আসন – পিঁড়ি।।

জয়ীতা

-






জানলার শার্সি , বৃষ্টির ধুয়াশায়
স্নিগ্ধতার মোড়কে সিক্ত গোলাপ কুঁড়ি।।


জয়ীতা

-



বিশ্বাসহীন বাধ্যতা..উপোসী শরীর
খুঁজে পাওয়া.. সমাপ্ত উপন্যাসের
শব্দ শোনা যায়- গার্হস্থ্যের

জেগে উঠলো
সম্পর্কের খড়কুটো।।

খাতার পৃষ্ঠায় নিজস্ব আধাঁর
ফিরে আসে, আমার নিঃশ্বাস।।

জমা খরচের হিসাব,,ভাগ্যরেখা বড় অগোছালো
আলোহীন এক জ্যোতিষ্ক।।

জয়ীতা

-



মৃত্যু কিভাবে আঁকড়ে নেয় ..
জীবন চলার ছন্দে হঠাৎ কালো অন্ধকার গ্রাস করে , সুখ-অনুভূতি হারা পথিক
ঘুরে বেড়ায় পাক দন্ডির চারপাশে।।

স্বচ্ছলতার গায়ে দারিদ্র্যের অঙ্কনের চিহ্ন!
সব আলো মুছে গেছে। এদিক-ওদিক, ছড়িয়ে-ছিটিয়ে, শতাধিক জ্বালা,, সাংসারিক জীবনে এক আবর্তনে ভস্মীভূত।।
ভাতের গন্ধ, তুমি কোত্থাও নেই,চারপাশ ঘিরে থাকে মরণঝাঁপ।।

জয়ীতা

-


Fetching জয়ীতা চক্রবর্তী আচার্য Quotes