জয়ীতা চক্রবর্তী আচার্য   (আসাম)
92 Followers · 24 Following

Joined 5 December 2019


Joined 5 December 2019

বক্রতণ্ডু মহাকায়, শুভ্র দীপ্তি জাগে,
গণপতি বরণে ভক্তি, অশুভ সব ভাগে,
নমঃ গণেশ, হৃদয় তব নামেই জাগে।

-



🌼 শুভ গণেশ চতুর্থী 🌼
সকলকে জানাই 'শুভ গণেশ চতুর্থী'র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন 💖🌸✨
~ গনপতি বাপ্পা মরিয়া 🙏❤️🌻

প্রভাতী শুভেচ্ছা রইলো বন্ধুরা 🙏🙏

-



নির্জন নদীর পাড় ভাঙা শব্দ
কোলাহল থেকে শতহস্ত দূর
জীবন বোধের দিকে
ভাবনারা মাথা জুড়ে থাকে বসে
অনভ্যস্ত নক্ষত্রেরা ঘৃতাহুতির শিখায়
নষ্ট চাঁদের আড়ালে,
আমার অশ্রু সজল ভেসে যায়।

জয়ীতা

-



মনের খাতায় অলিখিত চুক্তি
বয়ে বেড়াই নানা রঙে ঋতুর সঙ্গে।

জয়ীতা

-





পথের খবর,
পথের খোঁজে
রাতের অন্ধকারে প্রহরীর মতো জেগে থাকে পৃথিবীর কোনায় !

কান্নার ক্লান্তিতে
ঘর নেই, শুধু স্মৃতিটুকু আছে,

ঘরের দক্ষিণজুড়ে বসে থাকা
সব দীর্ঘনিশ্বাসগুলো,
মিলিয়ে যায় ঢাকের শব্দে।।

জয়ীতা

-



অনুভূতিগুলো
ক্রমে
অর্থহীন হয়ে পড়ে..
দ্বন্দ্বে আকীর্ণ মন,
একই স্বপ্ন, প্রতিরাতেই ফিরে ফিরে আসে,
চরিত্রগুলিও সাদামাটা
শুধুই একটি ভাবলেশহীন মুখ..

মাথার ভেতর শব্দরা জট পাকিয়ে যায়
নিজের কাছে
আবার...
বিশাল গাছগুলি ধ্যানমগ্ন তপস্বীর মতো বিরাজমানওঠাপড়ার নীরব সাক্ষী।।।

জয়ীতা

-



শূন্যতার গা বেয়ে নেমে আসে,নিঃশব্দে
মায়াবর্ণ রাত্রি।
চোখ বাঁধা,
আবেগের অশ্রুরাশি কণা,
জলের বিন্দু গড়িয়ে পড়ে …
সন্ধ্যে থেকে সকাল..

কাঁপা ক্যানভাসে
সমস্ত গল্প শেষ হয়ে আসে..
দুঃখের বিকেলগুলো গিলে খাচ্ছে নির্মোহ আবেগ..
ছাদের কার্নিসের কোণ থেকে কোণে ছায়া হাতড়াচ্ছে ! বর্ষন আর চড়া রোদের খামখেয়ালিতে শতাব্দীর ঘোর কাটে..
মেঘের মায়া আর বাড়ির শ্যাওলা ধরা
কোনো গল্পের ছদ্মবেশে।।

জয়ীতা

-



থাক না অপরিচিত...
নাই বা হলাম পরিচিত।।

জয়ীতা

-





उड़ गया पंछी कहीं, अपना पिंजर छोड़कर
फिर न आया लौटकर जो गया घर छोड़कर!

मुट्ठियां में उम्र भर, जो कुछ भी उसके क़ैद था
वो चल दिया पल में, सब यहां पर छोड़कर!

वो धरा, नभ और जल में, उम्र भर सारी
ढूंढता फिरता रहा, इक अपने अंदर छोड़कर!

मेरे हाथों में है छेनी और हथौड़ी जब तलक
मैं नहीं जाता कभी ये अनगढ़ पत्थर छोड़कर।

इस धरा पर, एक ऐसा भी हुआ सम्राट जो
बुद्ध चरणों में झुका, शमशीर खंजर छोड़कर!

धूप दस्तक दे रही है, द्वार पर कब से यहां
जागिए, उठ जाइए, अपना बिस्तर छोड़कर।

-



আলো ফিরে আসতেই, আমি আমার পরিচিত জগতের চিহ্নগুলোর সঙ্গে তাদের মুখাবয়বের সাদৃশ্য খুঁজতে থাকি। কিন্তু খোলের ভিতরের অন্ধকার তাদের ঢেকে ফেলে আবার, এবং, আত্মপরিচয়হীন, উদ্বেগপূর্ণ, এক বৃহৎ ছায়ামূর্তি ছাড়া আমার কাছে তাদের আর অস্তিত্ব থাকে না।

জয়ীতা

-


Fetching জয়ীতা চক্রবর্তী আচার্য Quotes