Ranajit Kundu   (বিজিগীষা)
62 Followers · 28 Following

read more
Joined 20 April 2020


read more
Joined 20 April 2020
16 FEB 2023 AT 21:06

শীত গিয়েও যেতে চায় না। এই শিরশিরানি অনেক কিছু মনে করায়। স্মৃতি অতি বিষম বস্তু।

-


17 OCT 2021 AT 11:59

১০টা মুর্খ অপেক্ষা ১জন শিক্ষিত ধর্মভীরু অধিক বিপজ্জনক। মানুষের অধিকার রক্ষা রাষ্ট্রের কর্তব্য, সংখ্যালঘুর ক্ষেত্রে কিয়দাংশে তা সংখ্যাগুরুদের উপরও বর্তায়। ধর্ম যার যার উৎসব সবার; এ সহজ সত্য ধর্ম-আফিমের ভক্তদের অগম্যই হবে। যেকোনো সম্প্রদায়ের উপর আঘাত প্রকারান্তরে বৃহত্তর মানবতারই লজ্জা। ভাষা কিংবা ভৌগলিক যোগসূত্রের দোহাই দিয়ে সহনাগরিকদের উপর এ পাশবিকতায় মৌনব্রত আগামীতে ভয়ংকর বিপদে কিনারে নিয়ে যাবে। সময় এসেছে পঞ্চশীল জোটনিরপেক্ষ নীতির পুনর্মূল্যায়নের।

-


25 JUL 2021 AT 19:13

বসতি পাল্টায়, তুমি লেগে থাকা চিহ্নগুলো থেকেই যায়।

-


30 JUN 2021 AT 20:49

বৃন্তচ্যুত
........................

আধবোজা কুঁড়ি চেয়ে দেখে,
বৃন্তচ্যুত হবার শেষ পরিণতি।
শিশিরস্নাত অশ্রুধারা-
ঝরে প্রকৃতির সহভাগিদার হয়ে।
নায়ক-খলনায়কের মাঝে মুহূর্তের ব্যবধান,
অস্পষ্ট, আদিম ইতিহাসবাহী।

-


20 JUN 2021 AT 12:07

নিরাপদ আশ্রয়,
কিংবা নারিকেল মত কঠিন-কোমল‌।
সংসারের জোয়াল বয়েও যারা হাসতে ভোলে না,
নিজেকে ভুলে সবার জন্য বাঁচে।
প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা হতে পারি আত্মমগ্ন,
বাবারা থেকে যায়, থাকতে চায়।

-


14 MAY 2021 AT 12:30

শুচি হোক প্রাণবায়ু, আজান-প্রার্থনায় ফিরুক তারুণ্যের কলতান।

-


28 MAR 2021 AT 12:38

রঙ লাগুক বৃদ্ধাশ্রমের মরচে পড়া গ্ৰিলে,
ভালোবাসার কাঙাল অভুক্ত শিশুর শরীরে
আবীররাঙা জিলিপি খাওয়া গালে,
ছায়া-কায়ার নিয়ত আবর্ত মনে।
রঙীন নেশায় ভুলি না যেন বুকফাটা চিৎকার,
করোনার আজো আছে নিয়ে
সেই যন্ত্রণা আর হাহাকার।

-


28 MAR 2021 AT 11:29

বেরঙিন বোনেটের বুকে জাগে নতুন প্রেমের আশা,
ন্যাড়া বেল গাছের শরীরে তখন কচি কিশলয়ের ভাষা।
রঙবেলুন পিচকিরি আবীর আমের মুকুলে জানান দেয় অস্তিত্ব,
বসন্তদূতের কলতানে আসে ঋতুরাজ।
সে কড়া নাড়ে সবার দরজায়...
কেউ খোলে, কেউ নিজেকে লুকায়।

-


17 FEB 2021 AT 11:54

সুখের নাম প্রিয়জনের আশার চিকন আলো,
আর সৎপথে খড়কুটো যাপনই সমৃদ্ধি।

-


3 FEB 2021 AT 12:01

বিশ্বাসের সাঁকোয় চিড় ধরে,
জট পাকায় সম্পর্কে;
তবু একবুক সূর্যমুখী আশা,
কারণ হাতদুটো আজও মজবুত।

-


Fetching Ranajit Kundu Quotes