শীত গিয়েও যেতে চায় না। এই শিরশিরানি অনেক কিছু মনে করায়। স্মৃতি অতি বিষম বস্তু।
-
☀️ হ্যাঁ, আমি অন্য রকম, আমি আম... read more
১০টা মুর্খ অপেক্ষা ১জন শিক্ষিত ধর্মভীরু অধিক বিপজ্জনক। মানুষের অধিকার রক্ষা রাষ্ট্রের কর্তব্য, সংখ্যালঘুর ক্ষেত্রে কিয়দাংশে তা সংখ্যাগুরুদের উপরও বর্তায়। ধর্ম যার যার উৎসব সবার; এ সহজ সত্য ধর্ম-আফিমের ভক্তদের অগম্যই হবে। যেকোনো সম্প্রদায়ের উপর আঘাত প্রকারান্তরে বৃহত্তর মানবতারই লজ্জা। ভাষা কিংবা ভৌগলিক যোগসূত্রের দোহাই দিয়ে সহনাগরিকদের উপর এ পাশবিকতায় মৌনব্রত আগামীতে ভয়ংকর বিপদে কিনারে নিয়ে যাবে। সময় এসেছে পঞ্চশীল জোটনিরপেক্ষ নীতির পুনর্মূল্যায়নের।
-
বৃন্তচ্যুত
........................
আধবোজা কুঁড়ি চেয়ে দেখে,
বৃন্তচ্যুত হবার শেষ পরিণতি।
শিশিরস্নাত অশ্রুধারা-
ঝরে প্রকৃতির সহভাগিদার হয়ে।
নায়ক-খলনায়কের মাঝে মুহূর্তের ব্যবধান,
অস্পষ্ট, আদিম ইতিহাসবাহী।-
নিরাপদ আশ্রয়,
কিংবা নারিকেল মত কঠিন-কোমল।
সংসারের জোয়াল বয়েও যারা হাসতে ভোলে না,
নিজেকে ভুলে সবার জন্য বাঁচে।
প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা হতে পারি আত্মমগ্ন,
বাবারা থেকে যায়, থাকতে চায়।-
রঙ লাগুক বৃদ্ধাশ্রমের মরচে পড়া গ্ৰিলে,
ভালোবাসার কাঙাল অভুক্ত শিশুর শরীরে
আবীররাঙা জিলিপি খাওয়া গালে,
ছায়া-কায়ার নিয়ত আবর্ত মনে।
রঙীন নেশায় ভুলি না যেন বুকফাটা চিৎকার,
করোনার আজো আছে নিয়ে
সেই যন্ত্রণা আর হাহাকার।-
বেরঙিন বোনেটের বুকে জাগে নতুন প্রেমের আশা,
ন্যাড়া বেল গাছের শরীরে তখন কচি কিশলয়ের ভাষা।
রঙবেলুন পিচকিরি আবীর আমের মুকুলে জানান দেয় অস্তিত্ব,
বসন্তদূতের কলতানে আসে ঋতুরাজ।
সে কড়া নাড়ে সবার দরজায়...
কেউ খোলে, কেউ নিজেকে লুকায়।
-
সুখের নাম প্রিয়জনের আশার চিকন আলো,
আর সৎপথে খড়কুটো যাপনই সমৃদ্ধি।
-
বিশ্বাসের সাঁকোয় চিড় ধরে,
জট পাকায় সম্পর্কে;
তবু একবুক সূর্যমুখী আশা,
কারণ হাতদুটো আজও মজবুত।-