দ্যাখো মানসী.....
ওই,
দিগন্তে দ্যাখো.....
-
কতবার এঁকেছি তোমায় মনে মনে
এখন কি রঙের টিপ পড়ো,
শাড়ি নাকি চুড়িদার এখন?
দুপুরে কি এখনো ঘুমানোর অভ্যেস?
এখন হয়ত রুপোলি তারের জালে ঢেকেছে সে মায়াবিনী মুখ!
এখনো সিনেমা দেখে কাঁদো?
এখনো হাবিজাবি লেখো?
এখনো কি শরৎ পূর্ণিমার মেঘে মেঘে আলো ধোয়া কাশফুল আঁকো?-
মানসী কেমনে করিল, আমায় বশীকরণ।
আমি ও করেছি স্বইচ্ছায়, তারে বরণ ও ধারণ ।।
মানসী মায়াবিনী, মানসী মৃগনয়নি...
যেন বনলতা, সেই নটিবিনোদিনী।।
সে সংজ্ঞা সুখ স্বপ্ন সর্বস্ব...
সেই প্রকৃত রূপ যৌবন ঐশ্বর্য...
সে আমার কল্পনা সেই আমার প্রেয়সী।
সে তুমি, শুধু তুমিই ; তুমি মানসী।।
-
ফাটে কোকিলের বুক, অলীক মানসীর মৃত্যু সংবাদে;
জীবন্ত কঙ্কাল হয়ে আঁকছো বুকে নিরাশার ক্ষত,
ধাঁধা হয়ে এখনো যাযাবরের গান বাজাও ভিতরে,
আমি অপেক্ষার রাত জাগা পাখি হয়ে বসে থাকি অন্ধকারে;
যুগ যুগ ধরে চোখ খুলে থাকি তোমার উড়ন্ত খবর পড়ব বলে।
-
"মনের নিভৃতে তুমি"
তুমি শিউলি মাখা সাত সকাল, আর
কামিনী ফোটা সাঁঝের বেলা।
আমোলমোল হাওয়ার পরশ,
ঠিক শীতের রোদের উষ্ণতা।
তুমি ভোর বাতাসের মিষ্টি আভাস
অস্তাচলের নদীতীর।
ছিন্ন মনের থিতু তুমি, আশা পূরণের নীড়।
তুমি সূক্ষ্ম খনের আলতো ছোঁয়ায়,
হারিয়ে পাওয়া অবকাশ।
হাজার রকম ইচ্ছের, মানবী প্রকাশ।
সঙ্গ তোমার সল্প ক্ষনে
অকুত প্রেমের আনাগোনা।
ক্ষনে ক্ষনে পূর্ন জীবন, আত্মবিভোর সুর বোনা।
(স্থান: মুরফিল্ডস, আবুধাবী ২০১৯)
-
মানসী কেমনে করিল, আমায় বশীকরণ।
আমি ও করেছি স্বইচ্ছায়, তারে বরণ ও ধারণ ।।
মানসী মায়াবিনী, মানসী মৃগনয়নি...
যেন বনলতা, সেই নটিবিনোদিনী।।
সে সংজ্ঞা সুখ স্বপ্ন সর্বস্ব...
সেই প্রকৃত রূপ যৌবন ঐশ্বর্য...
সে আমার কল্পনা সেই আমার প্রেয়সী।
সে তুমি, শুধু তুমিই ; তুমি মানসী।।
-