"নববর্ষ"
(উজ্জ্বল কুমার রায়)
বর্ষ নতুন আবেগ ঘেরা,
নব উদ্যম ও কর্মে ভরা।
আশার যত ওই ছোট্ট কুঁড়ি,
যত্নে কর্মে লালন করি;
পূর্ন হোক সে বর্ণে-ঘ্রানে,
মনপিয়াসীর আকুল টানে।
মধুকর তার বার্তা বহুক,
তৃপ্তি-পুষ্ট অম্লানে।
সবাইকে নববর্ষের শুভেচ্ছা, ভালো কাটুক সারা বছর
(মুরফিল্ডস, আবু ধাবী)-
कई रंग हो गुलाल के, हो रंग बिरंगे फूल।
जीवन रंगा हो प्रेम से, भक्ति में हो मन व्याकुल।
आप सभी को वसंत पूर्णिमा की ढेरों शुभकामनाएं 🙏
(उज्ज्वल कुमार राय, मुर्फ़ील्डस, अबु धाबी)-
"বসন্ত"
বসন্তের ওই রঙ লেগেছে প্রকৃতি, দেহ মনে;
নতুন কুড়ির নতুন সাঁজে, নিত্য নবীন প্রেমে।
এক রঙেতে দেহ রাঙাবে, এক রঙেতে মন।
এক রঙেতে মহুয়া পলাশ, অন্যে আপনজন।
দোলের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে!
( উজ্জ্বল কুমার রায়, মুরফিল্ডস, আবুধাবি)-
The creation, the universe, the time;
All are cyclic.
However, the life; it's linear.
So, although the history may repeat itself,
We live in a different reality.-
"शून्य"
(उज्ज्वल कुमार राय, मुर्फ़ील्डस, अबु धाबी ४/३/२५)
मुझसे सुरूवात है, और मुझी पे समाप्ति।
मेरा न प्रारम्भ समझ आये और न ही अंत।
में पूर्ण भी हूँ, और मुझमें कुछ नही भी हैं।
मेरा एक पूर्ण ब्रह्मांड भी हैं, और उसीका में बस एक हिस्सा भी।
भाव भी मैं, अनुभूति भी हूँ।
आवेग भी हूँ और समाधि भी।
में सीमित भी हूँ और असीम भी हूँ
तभी में शून्य हूँ और शिव भी।
-
🕉️
সবাইকে মহালয়ার শুভেচ্ছা!!
দেবীর আগমন ও পিতৃপুরুষের উপস্থিতি যেন নতুন শক্তির সঞ্চার করে,
অশুভের দমনের সাথে শুভে আস্থায়িত করে।
উৎফুল্ল ও উৎসবমুখর হোক সবাই!!-
🕉️
সবাইকে মহালয়ার শুভেচ্ছা!!
দেবীর আগমন ও পিতৃপুরুষের উপস্থিতি যেন নতুন শক্তির সঞ্চার করে,
অশুভের দমনের সাথে শুভে আস্থায়িত করে।
উৎফুল্ল ও উৎসবমুখর হোক সবাই!!-
🕉️
🔱শুভ মহালয়া🔱
মায়ের আগমনে প্রশমিত হোক সব অশুভ শক্তি
দুর্গতি নাশিনী দেবী, সন্তানদের পরিত্রাণ পেতে সাহায্য কর।
শক্তি দাও যেন তারা তোমার হয়ে লড়তে পারে।🙏-
"জীবনে সফলতার সূচক:
চেনা মুখের স্নিগ্ধতা, স্মিত হাসি আর বিরহের বেদনা।"-
"সঙ্গী"
(উজ্জ্বল কুমার রায়)
দূর আকাশের ছোট্ট তারা,
একলা রাতের সঙ্গী তুই।
জানিস কিরে ! তোর সুবাদেই,
একাকীত্বেও আর একলা নই।
মন খারাপের রাত্রি এলে,
নুইয়ে পরা বিষাদ মনেও;
চোঁখ চলে যায় ঊর্ধ্বপানে,
তোর লাগি এক উচাটনে।
পূর্ণিমার ওই জোৎস্না ঘেরা,
আর মেঘে ঢাকা সব সিক্ত রাতে।
হারাস যখন আস্তরনে, আমি
একলা ভাসি আমার বানে।
চুপটি বসে ওই সুদূরে,
তুই কি কাঁদিস? আমার তরে?
দেখতে কি পাস ওখান থেকেই,
কফোঁটা জল আর কবার তাকাই?
হয়ত আছিস দূরে বলেই,
আর লেনা-দেনারও নাইকো বালাই।
তবুও থাকিস সুদূর পাশে,
সঙ্গী আমার একলা রাতে।
( খালীদিয়া, আবু ধাবী খৃ: ৪ঠা মে, ২০২৪)-