পঙ্গু ব্যাক্তিত্বের থেকে দূরত্ব ।
স্বনির্ভরার প্রতি, সর্বদাই আকৃষ্ট।।
শিক্ষাক্ষেত্র ত্যাগ, কর্ম নিকৃষ্ট।
নিজসত্ত্বা বিশ্বাসে সর্ব প্রতিষ্ঠ।।
— % &-
তবু বাস্তব ও কলমে , ক্রমশই তা প্রকাশ হয়।।
যখন যেমনটি দেখি... read more
প্রথম দিনের কথা গুলো জানি,
ভোলা যায় না।
বারও বার নিজের টুকু বলে গেলে ও,
প্রমাণিত হয় না।।
নেওয়া ও দেওয়ায় সম্পর্ক, যোগ্যতা উহ্য না।
মূর্খের শিক্ষা কে ফিরিয়ে আনা সম্ভাবনা,
বাকি, উদ্মাদ উচিত কিছুই দেওয়া যায় না।।
উগ্রতা যুগ উজাড় করতে পিছু পা না।
সমাজ ব্যবস্থায় সব স্বীকার করেন না।।
...বাকি তা কবিতায়, খাতার পাতায়...
কালো কালি দিয়ে কলঙ্ক উজ্জ্বলতায়।— % &-
নিজে নিজের নীরবতা কে উপভোগ করি...
অপরে চোখের ভয়ে বার বার কেন মরি ???
জীবন প্রিয়, প্রিয় ও প্রজন্মের প্রয়োজন !!!
সবশেষের পরিস্থিতিতে আপন কাধেঁ ওজন।।।
— % &-
সকলের প্রতি সুপ্রভাত...
নতুন বিবাহিতরা উল্লাসের দাবিদার
উৎসব প্রতিরাত...
চক্রভিউ ও গোলকধাঁধায় সমান অধিকার
কোন মানসিকতার শিক্ষা অন্ধ কে দেবে...
পথ চলতে থাকলে, রেজিষ্ট্রেশন করেই নেবে...
— % &-
শুধু মান্য মনুষ্য অবগত
পরিস্থিতি বুঝতে হও অনুগত
বিশুদ্ধ ও বিষযুক্ত,
বিশ্বাস আর সন্ধির অবকাশে।
কেমনে সম্পর্ক আবডালে,
প্রেম বা ভালোবাসার মুকুল আসে।।— % &-
ভালোবাসি নিজেকে, নিজের জন্যে তোকে।
তোর আগে পরে ও, যদি খুঁজছি আমি যাকে।।
কি লাভ, মিথ্যা সন্ধি করে নিজেকে ঠকিয়ে।
কতদিন নিজেকে নিজের কাছে রাখা যায় লুকিয়ে।।
নিজের কথা লোকের মুখে বলিয়ে...
দেখো বিষয়টা একটু না হয় তলিয়ে।
— % &-
তোর আমার খুব সস্তার সময়ে দেখা,
মেলামেশা হয়েছিল।
খুব সহজ সরল ছিলাম আমরা, ছিল সমাজ প্রতিবেশী বন্দু সবাই।
শুরুতে সবেতেই সুন্দর হয়,
সব স্বাভাবিক মিলে মিশে যায়।!
সময়ের সামান্য তৎপরতায়।
সাম্প্রতিক সম্পর্কের তাৎপর্য বোধগম্য হয়।।
প্রশ্ন ছিল চাহিদা না তাগিদ কিসের...
বলো, শরীর অর্থ সমাজের না মনের ।
সব জেনে বুঝে বুকে রাখো লুকিয়ে।
একদিন ...
শুখিয়ে।।
— % &-
আর কতবার বলবি ভালোবাসি?
আর কিভাবে বোঝাবি ?
কতবার বলবি পাশে আছি, থাকবো চিরদিন...
কতবার বলবি আমায় ছেড়ে যেওনা, কোনদিন।।
ভালোবাসা, কি?
রূপ যৌবনের প্রলোভনে পড়ে যাওয়া...
একে অপরকে,
চিনে জেনে; মেনে মানিয়ে...
হলো তো চললো, না হলেও চলে যাওয়া।।
সবটাই মেলামেশায়, কত আশায়; প্রত্যাশায়।
অপরের দেখে পরিপূরক, পূর্ণ হবার নেশায়।।
— % &-
প্রকৃত প্রেম প্রকৃতির,
সর্বদাই নিজস্বতায়, নিঃশব্দ ।
না সাক্ষী, না প্রমাণিত,
না বাধা, না বাধ্য ।।
ভালো লাগা, মেলামেশা; অভিনয়...
যদি বলো, ভালোবাসা হয়!!
কত জন কত বার... অস্বীকার অধিকার...
দেখে ঠকে শিখে... সোজা সহজ থেকে...
তালে তালে মিলিয়ে...
নিজেকে নীরবে বিলিয়ে...
মিথ্যা সৌজন্যের সম্পর্কে!
সময় সময়ে সামান্য তে, যে তর্কে...
লুকিয়ে বা ভুলে স্বার্থের সন্ধানে
খুব সচেতন হয়ে, সাবধানে
খনি তে হীরা চাও ? বলি অপরের নাও!!
শুরুতে ছিল লজ্জা ঘৃণা ভয়।
সব শেষে আর অত্যাধুনিক নয়।।
দিন পালন ছেড়ে জীবন পালনে।
ফিরে দেখি, শিখি নিজের জন্যে।।
সস্তার শখ সব হোক অল্প গল্প।
প্রজন্মের জন্য সপ্তাহের না,
হোক তাতে সম্প্রতি, সম্পর্ক স্বল্প।।— % &-
সম্পর্কে সন্ধির বন্দি হয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে...
সব সমস্যার কারণ স্বপ্নের জগৎকে সত্যি করতে ইচ্ছে...— % &-