Aj jane ki na karo— % &
-
Don't hold anything as a constant...
any thought, any scene or season.... Which u think it won't change... Soon it will make u believe by changing it's colour-
Gives dreams to live
That make wake me up for a new beginning
-
কুটিল চাতুর্য হারিয়ে দেয় ভালোবাসার আলো, কারুণ্যের পেলবতাকে ..
অন্ধকার নীরব অরণ্যে মাথা কোটে বিশ্বাস...
প্রতিহত হয় আলোর শুশ্রুষা সকল...
-
তোমার প্রতীক্ষায় থাকি... কিন্তু কি করে কেমনভাবে তুমি আসো সে নিজেই কি জানো...কতভাবে কত রঙে তোমার ছবি আঁকাও তার খোঁজ রাখো না... জীবনের সব রঙ দেখাও তুমি... শুধুই গহীন দ্বারে কান পাতলেই তোমার আসলটিকে পাওয়া যায়... তোমাকে জানতে পারি... আমার আমিকেও রোজ রোজ নতুন করে চিনি... নানা স্বাদের মশলা নানান আনাজ দিয়ে বিভিন্ন স্বাদের ব্যঞ্জন... এতো আমার দিনলিপি... চলা আর বলা গভীরে গহীনে... তাই তোমার আনন্দ আমার 'পর...
-
অন্ধ কুয়াশার মতো প্রাত্যহিক বিষণ্ণতা
শ্যাওলা ধরা গলির মুখে বিশ্বাস নামক জালিকায় আটক জোনাকি
আলো জ্বলে নেভে
স্বগত, অকারণ
তবু প্রেম ছিল জানো!
যার দান অনন্ত দহন
এখনো!
-
জানি নেই তবুও ছিল কি, আশা নিরাশার ট্রাপিজ
তাহলে কি ছিল, ম্যাজিক সময়ে, শুধু সময় বুঝে নিক
-