বাঁধবে যদি ঘর মানুষের খোঁজ নিও। যে মানুষ নিজের সঙ্গে ঘর করে দিব্যি ভালোবাসে নিজেরে, সুযোগ পেলে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরো তাকে। ঘর বাঁধার আগে মানুষটাকে বাঁধো কারণ একবার মানুষটাকে বাঁধতে পারলে ঘর হবে আর সেই ঘর হবে বাড়ি। ঘর তো সবার হয়। বাড়ি কারুর কারুর হয়।
-
নদীর অসুখ বোঝে শুধু বালির ভাঙ্গা কুল,
আর কংক্রিট বাঁধ ভাবে ওটা নদীর ভুল।-
যদি মেঘলা আকাশ প্রেমিক হয়ে তোমায় নিয়ে যায়,
জেনো রাতঘুম আমার মরে গেছে দুঃস্বপ্নের পায়,
তখন উল্টো রথে পারি দেবো মেঘ পিয়নের দেশে,
ছিনিয়ে নিয়ে আসবো তোমায় আরো ভালোবেসে।-
আমার আনকোরা ভালোবাসার আদর আছে
স্বপ্ন রাঙা দুপুরে,
আমার স্নিগ্ধ সুরে হৃদয় নাঁচুক
রুপোলি বঙ্গনূপুরে।
তুমি কারো পায়ের সাঁজ
বা মনমেঘের বৃষ্টি,
আমারে বেঁধেছো নয়ন পলকে,
তোমাতে থেমেছে আমার সৃষ্টি।-
শোনো তুমি আমার শ্বাস, বাঁচবার প্রশ্বাস
হৃদস্পন্ধনের একমাত্র উপায়;
জানো তুমি সেই বিষ, যাকে মুঠোয় ধরে
গেলবার সুখজ্বালা আমায় ক্ষুধায়।
তাই রোজ রাতে কনসার্টে, আমার গান গুলো
রক্ ঢঙে গলাচিরে শোনাই তোমায়;
যদি কথা দাও রাখবে স্নেহের আদরে,
উজাড় করে দেব আমাকে তোমায়।।-
প্রেম না Mind Game?
জানতাম না, বুঝতাম না,
শুধু চাইতাম।
গা ভাসাতাম ধোঁয়ায়,
একটা গিটার ছিল আর বোকা আমি।
অনেক স্বপ্ন ছিল, হেলা কমদামি।
গোল টেবিলে গরম চুমুক,
ও পাশে বন্ধুদের শোনাতাম আমার গান, ইচ্ছে;
আর গাইতাম কলেজের গান টা।-
ভালোবাসা কী অতই সহজ?
তার প্রতিটি উপেক্ষার সঙ্গী হতে না পারলে,
ওপারের উপহাসে হাসতে না জানলে,
না পাওয়ার শোকে সুখী না হলে,
মরুদ্যানে মরীচিকা না দেখলে,
ওপারের হাসির সূর্য অন্য;
তা না সইতে পারলে,
"তুমি অতিসাধারন!"-
Dreams, family, struggle, love, loss, friends, misunderstanding, compromisation, disappointment, pardon, hope, victory, defeat, happiness, sorrows..... AND WE HAVE TO GO MILES BEFORE WE SLEEP.
-
দু পশলা বৃষ্টির গান
সাগর জমায় মনের চরে,
এক শালিকের মনের টান
রোদ্রু তাপায় বন্ধু জ্বরে।
এক পরির ছদ্মনামে
বেঁচে থাকো লাল পাজরে
আজ বোঝো বা কাল সই
হাসবে দেখো আমার নামে।
-