QUOTES ON #ব্লক

#ব্লক quotes

Trending | Latest
5 FEB 2020 AT 1:38

তাকে বলে দিও
ব্লক করে দিলেই
ভালোবাসার অনুভূতি আর মনের টান
ব্লক হয়ে যায়না।

-


30 MAR 2018 AT 17:54

ব্লক লিষ্ট...

[ পুরোটায় ক্যাপশনে... ]

-


10 MAR 2020 AT 19:30

সুযোগের সৎ ব্যবহারটা না হয় তুমিই করলে।
মজাটা তুমিই নিয়।
সত্যের কাছে আমিই শ্রেয়।
প্রয়োজনে মনে করো,প্রিয়জন হয়ে নয়।
প্রয়োজন হয়েই থাকবো পাশে।
মন থেকে মনে নাই বা ডাকলে।
আমার মনে তুমি আগের মতই থাকলে।
ব্লক আনব্লক খেলার ছলে
আমায় কেবল কাদিয়ে তোলে।
ভাঙ্গবে ভুল অনেক গুলো বসন্ত পরে।
তখন আমি লক্ষ্য যোজন দূরে।
এক লহমায় ভাঙ্গবে তোমার ভুল
কে দেবে অতীতের মাসুল?

-


5 APR 2022 AT 13:10

#দারুণ_দুপুর

ব্লক করে জনগণ কি পায় সুখ!
শীঘ্রই আমিও হবো ব্লক প্রমুখ।।

-


17 AUG 2021 AT 18:37

আবারও আনব্লক করবে ব্লক করার জন্য।
আবারও কথা বলবে নতুন করে ঝগড়া করার জন্য।
আবারও বিশ্বাস করতে শুরু করবো
নতুন করে বিশ্বাস ভাঙার সুযোগ করে দেওয়ার জন্য।
আবারও ঠিক আগের মতো ভাঙবে মন,
আবারও কাঁদতে কাঁদতে কাটবে রাত।
আবারও এক রাশ মিথ্যে স্বপ্নের সমাগম হবে।
আর এভাবেই একটা জীবন মৃত্যুর কোলে ঢোলে পড়বে।

-


13 JAN 2020 AT 14:11

কাউকে ব্লক করার থেকে ডিলিট করা ভালো,, ব্লক করলে সে কোথাও না কোথাও আটকে থাকে,, কিন্তু ডিলিট করলে,, অন্তত কিছুটা হলেও মুছে যায় ।।

-


24 OCT 2024 AT 21:53

#havoc_রাত্রি
আমার মতো কাকে পাবে তুমি!
ব্লক খেয়েও ভালোবাসি আমি।।
© দীপঙ্কর চৌধুরী

-


25 JUL 2022 AT 22:15

#havoc_রাত্রি

একদিন আমার থেকে হয়ে যাবে বোর।
তারপর
You can't reply to this conversation.
Learn more.

-


3 MAY 2022 AT 20:40

#havoc_রাত্রি

সেরা বন্ধুকে করো ব্লক।
সব টেনশনকে করো লক।।

-


14 AUG 2024 AT 14:35

#দারুণ_দুপুর
সম্পর্ক করেছি লক।
তুমি করতেই পারো ব্লক।।
© দীপঙ্কর চৌধুরী

-