ঝড় জলে ভেসে গেছে কত বই।
ভেসে গেছে স্বপ্নগুলো রাস্তার জমা জলে..
বিসর্জন এমনও হয়?
-
23 MAY 2020 AT 19:24
3 JUN 2020 AT 12:49
নতুন কোনো ছদ্মবেশ
প্রতিশ্রুতির মেয়াদ শেষ।
পাঠকের মুখেই চলুক
তোমার-আমার গল্প নিষ্কাশন।
প্রেমিক তোমার,
বুকের ব্যথায় ভালোবাসার বিসর্জন।-
23 MAY 2020 AT 23:36
তুমি নেই ;
এমনটা ভাবতে গেলেই,
আমার কাঁধ ছেড়ে অজস্র গাঙচিল উড়ে যায় ।
ভেজা সিড়িতে আবদার জমা রেখে আসি ।
যদি স্নান সেরে ফেরার পথে তোমার চোখে পড়ে !
তুমি নেই ;
এমনটা কাউকে বলতে বলতে পারিনা ।
দেওয়াল এখানে নিজের সব হারানোর গল্প বলে,
তারও একটা দেওয়াল দরকার নিজেকে ঢাকার ।
আমি প্রতিনিয়ত লাশের মৃত্যু দেখতে দেখতে হাঁপিয়ে উঠি । চোখ জ্বালা করে ।
আরেকবার এদিকটায় এসে দাঁড়াও ;
আমরা একসাথে বিসর্জন দেখবো ।
-
19 MAY 2020 AT 17:04
মনখারাপটা বড্ড দামি, দুঃখগুলো শুধুই ব্যাক্তিগত
ঠোঁটের কোণে মিথ্যে হাসি, আমিটা আজ অভিনেত্রী প্রমাণিত।-